স্কুলের ছাত্র-ছাত্রীদের বসন্তিকা শুভেচ্ছা জানালেন কংগ্রেস নেত্রী মানসীফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, বসন্ত এসে গেছে তার জানান দেয় পলাশ এবং রঙের আবিরে কোকিলের ডাকে। বসন্ত উৎসব রঙের উৎসব হোলি উৎসব এই উৎসব ভালোবাসার উৎসব। হলদিয়া বাড…
স্কুলের ছাত্র-ছাত্রীদের বসন্তিকা শুভেচ্ছা জানালেন কংগ্রেস নেত্রী মানসী
ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, বসন্ত এসে গেছে তার জানান দেয় পলাশ এবং রঙের আবিরে কোকিলের ডাকে। বসন্ত উৎসব রঙের উৎসব হোলি উৎসব এই উৎসব ভালোবাসার উৎসব। হলদিয়া বাড় বাসুদেবপুর সরকারি মুখ বধির স্কুল শ্রুতি স্কুলের বৃহস্পতিবার ১৩ ই মার্চ পড়ুয়াদের জন্য আবির মিষ্টি উপহার দিলেন কংগ্রেস নেত্রী মানসী দে শেঠ। স্কুলের বর্তমান প্রায় শতাধিক পড়ুয়া রয়েছে। সকল পড়ুয়া অভিভাবক শিক্ষক-শিক্ষিকা সকলকে রংয়ের উৎসবে আবির মিষ্টি উপহার তুলে দিলেন এবং ছাত্র-ছাত্রীদের আবিরে রাঙিয়ে দিলেন মানবাধিকার কমিশনের রাজ্য নেত্রী মানসী দে শেঠ।
No comments