Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পাঁশকুড়া সেচ দপ্তরে বন্যা প্রতিরোধ কমিটির ডেপুটেশন ও স্মারকলিপি পেশ!

পাঁশকুড়া সেচ দপ্তরে বন্যা প্রতিরোধ কমিটির ডেপুটেশন ও স্মারকলিপি পেশ!
আগামী বর্ষার পূর্বেই নিউ কাঁসাইয়ের ভেঙে যাওয়া  নদীবাঁধের অংশগুলি শক্তপোক্তভাবে নির্মাণ,পাঁশকুড়া স্টেশন বাজার সংলগ্ন এলাকার সুষ্ঠু জলনিকাশী সমস্যার সমাধানে মাস্…

 




পাঁশকুড়া সেচ দপ্তরে বন্যা প্রতিরোধ কমিটির ডেপুটেশন ও স্মারকলিপি পেশ!


আগামী বর্ষার পূর্বেই নিউ কাঁসাইয়ের ভেঙে যাওয়া  নদীবাঁধের অংশগুলি শক্তপোক্তভাবে নির্মাণ,পাঁশকুড়া স্টেশন বাজার সংলগ্ন এলাকার সুষ্ঠু জলনিকাশী সমস্যার সমাধানে মাস্টার ড্রেনেজ স্কীম রূপায়ণ,বর্ষার পূর্বেই জয়গোপাল সহ সোয়াদিঘী খালের পূর্ণাঙ্গ সংস্কার,১৬ নম্বর জাতীয় সড়কের গোবিন্দনগর গ্রাম  পঞ্চায়েত সংলগ্ন মৌজাগুলির জলনিকাশী সমস্যা সমাধানে জাতীয় সড়ক বরাবর নাসা খালের ভেতর অবৈধ নির্মাণ উচ্ছেদ করে নাসা খাল পূর্ণাঙ্গ সংস্কার, মজে যাওয়া বেহুলা নদী সংস্কার সহ বন্যা পরিস্থিতির সময় কংসাবতীর খানিকটা জল মেদিনীপুর ক্যানেল দিয়ে সরাসরি রূপনারায়ণের ফেলার দাবীতে আজ পাঁশকুড়া বন্যা প্রতিরোধ ও খাল সংস্কার সংগ্রাম সমিতির পক্ষে থেকে সেচ দপ্তরের পাঁশকুড়ার-১ ও ২ সাব ডিভিশনের এস ডি ও নাজেশ আফরোজ এবং সুমিত দাসকে ডেপুটেশন ও স্মারকলিপি দেওয়া হয়। প্রতিনিধিদলে ছিলেন সমিতির উপদেষ্টা নারায়ন চন্দ্র নায়ক,সভাপতি কল্যাণ রায়,সহ-সম্পাদক স্বপন বেরা ও লক্ষী কান্ত সাঁতরা প্রমূখ। এসডিও প্রতিনিধি দলকে জানান, কাঁসাই নদীর ৪ জায়গায় ভেঙে যাওয়া নদীবাঁধের উদয়পুরে পূর্ণাঙ্গ মেরামতের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। গড় পুরুষোত্তমপুর-জদড়া- মানুর এই তিন জায়গায় নদীবাঁধ বাধার কাজ শীঘ্রই শুরু হবে।ঠিকাদার নিয়োগ হয়ে গিয়েছে। নদীবাঁধ বাধার উপকরণ ফেলানোর কাজ চলছে। অন্যান্য দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন আধিকারিকেরা।

No comments