সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় স্মৃতিচারন সভা
নারায়ন চন্দ্র নায়ক - মেচাদা: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল ট্রাস্ট ও মেছেদা কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুই বাংলার খ্যাতনামা বিশিষ্ট গণসঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় স্মৃতিচা…
সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় স্মৃতিচারন সভা
নারায়ন চন্দ্র নায়ক - মেচাদা: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল ট্রাস্ট ও মেছেদা কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুই বাংলার খ্যাতনামা বিশিষ্ট গণসঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় স্মৃতিচারন সভা অনুষ্ঠিত হয় আজ মেচেদা বিদ্যাসাগর হলে। সভায় সভাপতিত্ব করেন, ট্রাস্টের বর্ষীয়ান সদস্য সৌমেন বসু। প্রতুল মুখোপাধ্যায়ের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন ট্রাস্ট সদস্য গনেন রায়,ডাঃ বিশ্বনাথ পড়িয়া,বিদ্যাসাগর স্মরন সমিতির সম্পাদিকা অধ্যাপিকা অনুরূপা দাস,নৃপেন্দ্র নাথ রায়,বিধান ঘোড়ই প্রমুখ। আবহবিদ অশোক হাজরা স্বচরিত কবিতা পাঠ করে স্মৃতিচারনা করেন। সঙ্গীত পরিবেশন করে শ্রদ্ধা জানান,শুভজিত জানা,সৌমী রায়,অনুপ মাইতি,বিদিশা জানা,বর্ষা মানিক,মনীষা প্রধান প্রমুখ। প্রসঙ্গত উল্লেখ্য,সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম এই ব্যক্তিত্ব ৮২ বছর বয়সে গত ১৫ ফেব্রুয়ারী,২০২৫ এ প্রয়াত হয়েছেন।
সৌমেন বসু তার বক্তব্যে প্রতুলবাবুকে একজন বলিষ্ঠ প্রতিবাদী শিল্পী হিসেবে উল্লেখ করে যে কোন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানান।
সংবাদদাতা-।
No comments