Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রাথমিক বিদ্যালয় বসন্ত উৎসব

প্রাথমিক বিদ্যালয় বসন্ত উৎসব

বসন্তের রং লেগেছে ফুল ফুটুক না ফুটুক আজও বসন্ত।শিল্পশহর হলদিয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন একাডেমির উদ্যোগে বসন্ত উৎসবে মেতে উঠেছে সেই একাডেমী ছাত্র-ছাত্রীরা। প্রাথমিক বিদ্যালয় ছাত্রছাত্রী অভিভাবক শিক্…

 


প্রাথমিক বিদ্যালয় বসন্ত উৎসব



বসন্তের রং লেগেছে ফুল ফুটুক না ফুটুক আজও বসন্ত।

শিল্পশহর হলদিয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন একাডেমির উদ্যোগে বসন্ত উৎসবে মেতে উঠেছে সেই একাডেমী ছাত্র-ছাত্রীরা। প্রাথমিক বিদ্যালয় ছাত্রছাত্রী অভিভাবক শিক্ষক-শিক্ষিকা বসন্তের রঙে নিজেদের রাঙিয়ে দিলেন। 

 রাঙিয়ে দিয়ে যাও..যাও যাও যাও গো আমায় রাঙিয়ে দিয়ে যাও.....। নতুন বছর আগত আর পুরো বছরের সমস্ত গ্লানি মুছে ফেলে বাংলায় বাঙালি তারা নতুন বছরকে আহ্বান জানান রংয়ের উৎসব বসন্ত উৎসব হোলি উৎসবের মধ্য দিয়ে।  হলদিয়া টাউনশিপ ব্রজনাথচক স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয় ছাত্রছাত্রী শিক্ষক-শিক্ষিকা স্কুল ছুটির পরেই আবিরের রঙে মনকে রাঙিয়ে নিলেন। স্কুলের প্রধান শিক্ষিকা সুপ্রিয়া দাস বলেন আকাশে বাতাসে কোকিলের কণ্ঠস্বরে আর পলাশ ফুল জানান দেয় বসন্ত এসে গেছে। আর বসন্ত মানেই মনের আবেগ প্রেমের উদ্ভাসিত হয়ে যাওয়া পাগল পাগল মন সকলেই ছুটে যায় শান্তিনিকেতনে। কিন্তু শান্তিনিকেতনে সেই বসন্ত উৎসব আর সে ধরনের হয় না। এবারে বসন্ত উৎসব উৎসবের দুদিন আগেই হয়ে গেল। সেই বসন্তের শান্তিনিকেতনের ছোঁয়া লাগিয়েই হোলির উৎসবের আগেই স্কুল ছুটির পরে শিক্ষক শিক্ষিকা এবং স্কুলের ছাত্র-ছাত্রীরা সকলে একত্রিত হয়ে আজকের এই রঙের উৎসব, মনের উৎসব, বসন্তের উৎসবে আমরা শামিল হলাম। তিনি আরো বলেন আমাদের আনন্দ কারোর নিরানন্দের কারন না হয়। তাই দুদিন পরে বসন্ত উৎসব হবে অবলা জন্তুদের যেমন কুকুর, বিড়াল তাদের গায়ে রং না লাগানোর বার্তা দিলেন।

No comments