গেঁওয়াডাব মিলনী সংঘ উদ্যোগে মনসা পূজা ও বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান!
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভার অন্তর্গত ১৬ নম্বর ওয়ার্ড। মিলনী সংঘের বাৎসরিক অনুষ্ঠান ২১ থেকে ২৫ শে মার্চ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত…
গেঁওয়াডাব মিলনী সংঘ উদ্যোগে মনসা পূজা ও বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান!
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভার অন্তর্গত ১৬ নম্বর ওয়ার্ড। মিলনী সংঘের বাৎসরিক অনুষ্ঠান ২১ থেকে ২৫ শে মার্চ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়। রক্তদান শিবির গ্রীষ্মকালে রক্তের যোগান সংকট মেটাতে ও মুমূর্ষ থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে এই রক্তদান শিবির। ৪১ জন রক্তদাতা রক্ত দিলেন। এছাড়াও এলাকা দুস্থ অসহায় মানুষদের বস্ত্র বিতরণ। ক্যারাম প্রতিযোগিতা, নৈশ্য ফুট টেনিস প্রতিযোগিতা, যোগ ব্যায়াম প্রদর্শন, এছাড়াও গান কবিতা নিত্যানুষ্ঠান। এবং রাত্রিকালী বিচিত্রা অনুষ্ঠান ও লোকশিল্পী লোকসংস্কৃতি বজায় রাখতে যাত্রা অনুষ্ঠান। প্রয়াত হয়েছেন ক্লাবের সম্পাদক শংকর মাইতি মঞ্চ। বাৎসরিক মনসা পূজা উপলক্ষে ২১ থেকে ২৫ শে মার্চ ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি গ্রামীণ মেলা বসেছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন মিলনী সংঘ সম্পাদক সুরজিৎ দাস, সভাপতি বিপ্লব জানা কোষাধ্যক্ষ বিশ্বজিৎ বেরা । ক্লাবের বাৎসরিক অনুষ্ঠান এবং শ্রী শ্রী মনসা দেবীর পূজা ঘিরে গেঁওয়াডাবে এখন মিলন মেলা রূপ নিয়েছে।।
No comments