পাকার রাস্তা শিল্যানার্স কর্মসূচিতে এলাকার বিধায়ক কি বললেন?
আমাদের চেষ্টায় এলাকার মানুষ খুশি হোক আমি এটাই চাই। আদিবাসী ভাইয়েরা দীর্ঘদিন ধরে বামফ্রন্ট সরকারের হয়ে কাজ করছিল। তারা পরে দেখল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবা…
পাকার রাস্তা শিল্যানার্স কর্মসূচিতে এলাকার বিধায়ক কি বললেন?
আমাদের চেষ্টায় এলাকার মানুষ খুশি হোক আমি এটাই চাই। আদিবাসী ভাইয়েরা দীর্ঘদিন ধরে বামফ্রন্ট সরকারের হয়ে কাজ করছিল। তারা পরে দেখল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী ভাই বোনেদের জন্য যেভাবে নিজে দায়িত্ব নিয়েছেন এবং যে প্রকল্প গুলোর মাধ্যমে সাধারণ মানুষকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ২ ব্লকের সাবড়া থেকে মনোহরপুর পর্যন্ত প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে ১৫ কিলোমিটার পাকা রাস্তার কাজের শিলান্যাস করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন দাঁতনের বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান। তিনি জানিয়েছেন, সর্বপরি রাস্তাঘাটের যেভাবে উন্নতি পাড়ায় পাড়ায় রেশন এইসব দেখার পরে আদিবাসী ভাইটি উদ্বুদ্ধ হয়ে আমাদের দলে যোগদান করেছেন।
পাশাপাশি এই যোগদানের মাধ্যমে তৃণমূল বাড়তি অক্সিজেন পেল এবং আগামী দিনের বিজেপিকে আর দেখা যাবে না বলেও মন্তব্য করলেন বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান। এদিন সিমিএম থেকে বেশ কয়েকজন তৃণমূলে যোগদান করেন। এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দান দাঁতনের বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান, দলের ব্লক তৃণমূল সভাপতি শেখ ইফতেখার আলি ও দলের জেলা যুব তৃণমূল সভাপতি নির্মাল্য চক্রবর্তী প্রমুখ। দলে যোগ দিয়ে এক নবাগত কর্মীর দাবি,আজকে আমি টিএমসি তে যোগদান করলাম, কারণ মমতা ব্যানার্জির উন্নয়ন যেভাবে চারিদিকে ছড়িয়ে পড়েছে আমি সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করলাম,
মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে আরো উন্নয়ন করুক । আমি সেটা চাই।
No comments