Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ছাত্র-ছাত্রীদের বিভিন্ন দাবীতে বিশ্ববিদ্যালয় অভিযান!

মহিষাদল মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন ও পূর্ণাঙ্গরূপে পঠন-পাঠন চালু করার দাবীসহ ছাত্র-ছাত্রীদের বিভিন্ন দাবীতে বিশ্ববিদ্যালয় অভিযান! সংবাদদাতা-বিদিশা জানা: পূর্ব মেদিনীপুর জেলার একমাত্র বিশ্ববিদ্যালয়…

 



মহিষাদল মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন ও পূর্ণাঙ্গরূপে পঠন-পাঠন চালু করার দাবীসহ ছাত্র-ছাত্রীদের বিভিন্ন দাবীতে বিশ্ববিদ্যালয় অভিযান!

 সংবাদদাতা-বিদিশা জানা: পূর্ব মেদিনীপুর জেলার একমাত্র বিশ্ববিদ্যালয় মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করে পূর্ণাঙ্গরূপে পঠন-পাঠন চালু ,স্নাতক স্তরে চার বছরের ডিগ্রী কোর্স বাতিল,কলেজ বিশ্ববিদ্যালয়ে সমস্ত শূন্য পদে নিয়োগ,অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন, ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য রেল ও বাস কনসেশন সহ বিভিন্ন দাবীতে ২৫ শে মার্চ  মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় অভিযান ও  উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। আজকের এই অভিযান কর্মসূচিতে পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত কলেজ ও মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র প্রতিনিধিরা মিছিলে অংশগ্রহণ করেন। মহিষাদল ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে সুসজ্জিত মিছিল বাজার পরিক্রমা করে মহিষাদল রাজ কলেজ গেট পর্যন্ত যায় এবং উপাচার্যের নিকট প্রতিনিধি ডেপুটেশন হয়।  মিছিলে উপস্থিত ছিলেন এ আই ডি এস ও'র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য অভিষেক দেবনাথ,তনুশ্রী বেইজ,রাজ্য কমিটির সদস্য সুদর্শন মান্না,উত্তম পাড়ুই,দীপঙ্কর পাল সহ পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ সাংগঠনিক জেলার নেতৃবৃন্দগন। 

সংগঠনের পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ সাংগঠনিক জেলার পক্ষে নিরুপমা বক্সি ও লক্ষণ চন্দ্র ঘোড়াই বলেন,পূর্ব মেদিনীপুর জেলার একমাত্র বিশ্ববিদ্যালয় মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ হয়ে রয়েছে। এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস মহিষাদল রাজ কলেজের বিল্ডিংয়ে হয়। বিশ্ববিদ্যলয়ের স্থায়ী অধ্যাপক নেই। একপ্রকার পরিকাঠামোহীন অবস্থায় বিশ্ববিদ্যালয়ের কাজ চলছে। অন্যদিকে জাতীয় শিক্ষানীতি-২০২০ এবং রাজ্য শিক্ষানীতি-২০২৩ প্রণয়নের মাধ্যমে গোটা দেশ সহ আমাদের রাজ্যের ধর্মনিরপেক্ষ,গণতান্ত্রিক,বৈজ্ঞানিক ও সর্বজনীন শিক্ষার প্রাণসত্তার উপর আক্রমণ নামিয়ে আনা হয়েছে। রাজ্য এবং কেন্দ্র সরকার শিক্ষাক্ষেত্রে আর্থিক বরাদ্দের ক্ষেত্রে চরম উদাসীন রয়েছে যা হাজার হাজার শিক্ষার্থীর ক্ষেত্রে উচ্চশিক্ষার প্রবেশের পথকে বন্ধ করে দিচ্ছে। স্নাতক স্তরে চার বছরের ডিগ্রি কোর্স চালুর ফলে কলেজগুলিতে ছাত্রছাত্রীর সংখ্যা কমছে, ড্রপ আউটের সংখ্যা বাড়ছে। দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকার ছাত্র সংসদ নির্বাচন হয়নি। এর ফলে কলেজে-কলেজে শাসক দলের ছাত্র সংগঠনের বহিরাগতদের আখড়াতে পরিণত হয়েছে। এছাড়াও মেদিনীপুরের কোতোয়ালি মহিলা থানার পুলিশী হেফাজতে ছাত্রীদের নৃশংস বর্বরোচিত অত্যাচার করেছে পুলিশ। যার প্রতিবাদে গোটা রাজ্যজুড়ে বিশ্ববিদ্যালয় অভিযান কর্মসূচি চলছে। তারই ধারাবাহিকতায় আজ মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের অভিযান কর্মসূচী। অবিলম্বে এই দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন সংঘটিত করা হবে।



No comments