মহিষাদল সুইমিং ক্লাবের ৫০ বছর, বাৎসরিক মিলন উৎসব ও ক্রিড়াবিদ দের সম্বর্ধনা
পায়ে পায়ে ৫০ বছরে পদার্পণ করলো মহিষাদল সুইমিং ক্লাব। সেই উপলক্ষ্যে মহিষাদল বিপন্নবন্ধু সভাকক্ষে আয়োজন করা হয় মিলন উৎসব ও ক্রিড়াবিদ দের সম্বর্ধনা অনুষ্ঠান…
মহিষাদল সুইমিং ক্লাবের ৫০ বছর, বাৎসরিক মিলন উৎসব ও ক্রিড়াবিদ দের সম্বর্ধনা
পায়ে পায়ে ৫০ বছরে পদার্পণ করলো মহিষাদল সুইমিং ক্লাব। সেই উপলক্ষ্যে মহিষাদল বিপন্নবন্ধু সভাকক্ষে আয়োজন করা হয় মিলন উৎসব ও ক্রিড়াবিদ দের সম্বর্ধনা অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত সাঁতারু তপন পানিগ্রাহী, মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, প্রাক্তন অধ্যাপক হরিপদ মাইতি, সংস্থার সম্পাদক কঙ্কন পানিগ্রাহী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মানসকুমার পন্ডা, সমাজসেবী রমেশ সাঁতরা, দেবাশিস মাইতি, ছবিলাল মাইতি সহ অন্যান্যরা। এদিন দুমাসের অধিক সময় ধরে টানা সাঁতার কেটে গ্রীনিস বুক অফ রেকর্ড নাম নথিভুক্ত এবং রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মানুব সরকার এবং ক্রীড়া শিক্ষিকা শিপ্রা নাগকে লাইফ টাইম মেম্বারশিপ দিয়ে সম্বর্ধনা জানানো হয়। এছাড়াও জেলা ও রাজ্যে সাঁতার প্রতিযোগিতা সফলতা এনেছে তাদের সম্মানিত করা হয়।
মহিষাদলে ক্রিড়ার উন্নয়ন ঘটাতে আগামীদিনে বেশকিছু চিন্তাভাবনার কথা জানান বিধায়ক তিলক কুমার চক্রবর্তী।
No comments