স্বামী বিবেকানন্দ ভাবানুরাগী সম্মেলনবিবেকানন্দ মিশন আশ্রম এর ঐকান্তিক উদ্যোগ এ স্বামী বিবেকানন্দ ভাবানুরাগী সম্মেলন সর্বাঙ্গ সুন্দর আয়োজন।ছবি পাল- হলদিয়া: ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস এ মিশন আশ্রম সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে…
স্বামী বিবেকানন্দ ভাবানুরাগী সম্মেলন
বিবেকানন্দ মিশন আশ্রম এর ঐকান্তিক উদ্যোগ এ স্বামী বিবেকানন্দ ভাবানুরাগী সম্মেলন সর্বাঙ্গ সুন্দর আয়োজন।
ছবি পাল- হলদিয়া: ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস এ মিশন আশ্রম সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে ভাবানুরাগী ছাত্র ছাত্রীদের সমন্বয়ে স্বামী বিবেকানন্দের সমাজ ভাবনা চিন্তা নিয়ে গঠনমূলক আলোচনা সভা। বেলুড় মঠের পূজনীয় মহারাজ সহ বিবেকানন্দ বিষয়ে বিশেষজ্ঞ মন্ডলী উপস্থিত ছিলেন। বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন অষ্টম,নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের ও শিক্ষক মহোদয়গন এর যোগাযোগ এ সঙ্গে রামপুর বিবেকানন্দ মিশন বিদ্যা মন্দিরের ছাত্র ও বাজিতপুর সারদামনি বালিকা বিদ্যালয় ছাত্রীদের অংশগ্রহণ এবং নেত্র নিরাময় নিকেতন এর ছাত্র ছাত্রীদের ও অভিভাবকদের এবং শিক্ষক শিক্ষন কেন্দ্রের ছাত্র ছাত্রীদের ও দৃষ্টিহীন শিক্ষা প্রতিষ্ঠান এ শিক্ষার্থী অংশগ্রহণ সহ বিশিষ্ট সাংবাদিক,ভাবানুরাগী ভক্তদের উল্লেখযোগ্য উৎসাহ দেখা যায়। দীর্ঘ দিন পরে ব্রহ্মচারী সমরেশ মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় সমসাময়িক প্রেক্ষাপটে প্রাসঙ্গিক গঠনমূলক উদ্যোগ রুপায়ন হয়েছে। আগামী দিনে সার্বিক উন্নয়নের জন্য ও এলাকায় সাধারণ মানুষের কল্যাণে অসাধারণ জনমুখী কর্মসূচি পালন হবে,এই সিদ্ধান্ত লক্ষ্য করা গিয়েছে। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন মাননীয়া দেবাশীষ খাটুয়া মহোদয়। সনাতনী ভাবধারা মাঠকর্মীদের সমন্বয় ভাবে এগিয়ে আসার আহ্বান জানান আশ্রম কতৃপক্ষ। ঠাকুর মা স্বামীজির আদর্শ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত করতে সকলের সহযোগিতা কামনা করেন সকল সন্ন্যাসীবৃন্দ। ছাত্র ছাত্রীদের সোস্যাল ও মোরাল প্রশিক্ষণ দেওয়া হয়েছে, আলাপচারিতা মাধ্যমে, সঙ্গে প্রশ্নোত্তর পর্ব ছিল, অনেক বাস্তবসম্মত প্রশ্নের যথাযথ উত্তর পেয়ে সকল ছাত্র ছাত্রীদের উৎসাহ ও ভালো মানুষ হিসেবে আত্ম পরিচয় এর অঙ্গিকার ব্যক্ত বিরলতম দৃষ্টান্ত স্থাপন করেছেন। সকল সুবক্তাই আত্ম আচরণ পরিবর্তন সহ একাগ্ৰতা, চরিত্র গঠন, আত্ম অনুসরণ, মনোসংযোগ, ব্রহ্মচর্য, আত্ম বিশ্বাস এর উপর সন্তোষজনক ও অনুপ্রাণিত আলোচনা করেছেন। আশ্রম এর সাধারণ সম্পাদক স্বামী বিশ্বনাথানন্দ মহারাজ শারীরিক সুস্থতার জন্য উপস্থিত ছিলেন না, সহ সম্পাদক স্বামী বিশেষানন্দ সভাপতিত্ব করছেন।
No comments