Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Nandigram news: মহিলাদের স্বনির্ভর করতে মৎস্য চিংড়ি কাঁকড়া প্রশিক্ষণ শিবির!

মহিলাদের স্বনির্ভর করতে মৎস্য চিংড়ি কাঁকড়া প্রশিক্ষণ শিবির!নন্দীগ্রাম-১ নম্বর ব্লকে তিন দিন ব্যাপী মৎস্য বিষয়ক এক অভিনব প্রশিক্ষন কর্মশালা অনুষ্টিত হল । ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/Jz7slEH7YVw
ষাট জন মহিলা অংশগ্রহন ক…

 



 মহিলাদের স্বনির্ভর করতে মৎস্য চিংড়ি কাঁকড়া প্রশিক্ষণ শিবির!

নন্দীগ্রাম-১ নম্বর ব্লকে তিন দিন ব্যাপী মৎস্য বিষয়ক এক অভিনব প্রশিক্ষন কর্মশালা অনুষ্টিত হল । 

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/Jz7slEH7YVw


ষাট জন মহিলা অংশগ্রহন করেন । মৎস্য দপ্তরের আধিকারিকদের সাথে সাথে প্রতিষ্টিত মহিলা মৎস্য চাষিরাও এই শিবিরে আলোচনা করেন। সাউদখালী গ্রামের মান্টি বেরা, কেন্দেমারি গ্রামের অতসী মাইতি ভাসমান বাক্সে কাঁকড়া চাষ নিয়ে বলেন। ওনারা নিজের হাতে কিভাবে বাড়ির পুকুরে কাঁকড়া চাষ করছেন সেই বিষয়েটি বলেন। এছাড়া হোসেনপুর গ্রামের মুনিরাতুন নাহার একুয়া ওয়ান সেন্টারে মাছের ল্যাবরেটরিতে কাজ করেন তিনিও প্রশিক্ষন শিবিরে জানান মহিলারাও এই ধরনের পেশায় স্বনির্ভরতার পথ বেছে নিতে পারেন। ষাটোর্ধো মহিলা আকন্দবাড়ি গ্রামের মনোরমা পানিও তার চৌবাচ্চায় মাছ চাষের অভিঙ্গতা শোনান।

 শিবিরে উপস্থিত মহিলা জেলেমারা গ্রামের পাদ্ম তুঙ্গ ঘারা, জামবাড়ি গ্রামের  সোনালী করন, গোকুল নগর গ্রামের অনিতা সেন, সাইফুল্লাওচক গ্রামের সুমাইয়া পারভীন প্রভৃতিরা অত্যন্ত খুশি ও উৎসাহীত । শিবিরে উপিস্থিত মহিলারা জানান এই শিবিরে এসে জানতে পারলাম মাছ কাঁকড়া চাষে মহিলারাও কিরকম স্বনির্ভর হয়ে উপার্জন করতে পারেন।সরকারী প্রকল্পে মাছ চাষিদের বিভিন্ন প্রকল্প রূপায়নের নন্দীগ্রাম এক ব্লকের বিস্তির্ন এলাকার মহিলা মৎস্যজীবিরা কিভাবে নদীতে মাছ আহরনে যুক্ত, ভাসমান বাক্সে কাঁকড়া চাষ, ভেনামী চাষ সহ সরকারী প্রকল্পে কিভাবে রঙিন মাছ চাষের চৌবাচ্চা নির্মত্ত করে স্বনির্ভর হওয়া যায় সেই বিষয় গুলিও তুলে ধরেন ব্লকের মৎস্য আধিকারিক সুমন কুমার সাহু।  মৎস্য কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা সহ মৎস্য অধিকর্তা সম্পদ মাজি, বিডিও সৌমেন বনিক, মৎস্য কর্মাধ্যক্ষ অসীমা দাস ও ব্লক আধিকারিক সুমন কুমার সাহু  সহ  প্রমুখরা। কর্মাশালায় অংশগ্রহণকারী মহিলারা জানান, এই কর্মাশালায়  অনেক নতুন কিছু জানতে পারলাম যা আগামীতে পথ চলতে সহায়ক হবে।

No comments