Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রয়াত ডাক্তার সীতাংশু দাস এর স্মরণ সভায় কি বার্তা দিলেন ডাক্তার বিধান রায়

প্রয়াত ডাক্তার সীতাংশু দাস এর স্মরণ সভা
গত ২৭শে ফেব্রুয়ারি হলদিয়ার নক্ষত্রের পতন ঘটেছিল। বিশেষ সূত্রে জানা যায়,ডাক্তার সীতাংশু দাস তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন দীর্ঘদিন ছিলেন।
তিনি হলদিয়া স্বাস্থ্য ব্যবস্থার গুণগত…

 



প্রয়াত ডাক্তার সীতাংশু দাস এর স্মরণ সভা


গত ২৭শে ফেব্রুয়ারি হলদিয়ার নক্ষত্রের পতন ঘটেছিল। বিশেষ সূত্রে জানা যায়,ডাক্তার সীতাংশু দাস তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন দীর্ঘদিন ছিলেন।


তিনি হলদিয়া স্বাস্থ্য ব্যবস্থার গুণগত মান উন্নয়ন চিকিৎসা প্রদানের জন্য সেই  সকল চিকিৎসকের কাছেই হলদিয়ার মানুষ চির কৃতজ্ঞ ।

তাদের মধ্যে অন্যতম ডাক্তার সিতাংশু দাস তিনি ২৭ শে ফেব্রুয়ারি বিকাল প্রায় পাঁচটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। বহু মানুষের স্বাস্থ্যের যত্ন রাখার হাতরা থেমে গেল ২৭ শে ফেব্রুয়ারি বিকাল ৫ টায়। তার চিকিৎসা ও মানব সেবার নিদর্শন চিরস্মরণীয় হয়ে থাকলো হলদিয়ার মানুষের অন্তরে । তিনি বহু মানুষের জীবন বাঁচিয়েছেন অসংখ্য রোগীর আসার আলো হয়ে দাঁড়িয়েছিলেন ডাঃ সীতাংশু দাস।২রা মার্চ বিকাল পাঁচটায় আইএমএ চৈতন্যপুর, হলদিয়া নাগরিক সমাজ, মাইক্রোকিনিকেল ল্যাবরেটারি, অমরদ্যুতি ক্লিনিক  যৌথ উদ্যোগে ডাক্তার সীতাংশু দাস এর স্মরণ সভা অনুষ্ঠিত হয় । উপস্থিত ছিলেন বহু চিকিৎসক ছিলেন তার গুণগ্রাহী বহু চিকিৎসাধীন মানুষজন।

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/UgbN4mBtIns

 হলদিয়ার বন্দর ডিজিটাল অনলাইনে মুখোমুখি হলেন ডাক্তার বিধান রায়, অমরদ্যুতি ক্লিনিক কর্ণধার
ধৃতি নন্দন গুরু এবং রিচিনন্দন গুরু , এছাড়াও উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ নব দিগন্ত ক্লাবের সম্পাদক সুশান্ত মাইতি,শেখ মইনুদ্দিন, চন্দন দাস, মনিমালা করন, সঞ্জীব মল্লিক, মনিন্দ্র নাথ গায়েন,এবং মাইক্রো ক্লিনিক্যাল ল্যাবরেটরি কর্ণধার শৈবাল মাঝি।

No comments