শুভেন্দুর গড়ে গেরুয়া শিবিরকে হারিয়ে কাঁথিতে সমবায় ভোটে জয় তৃণমূলেরবিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ‘গড়ে’ ধরাশায়ী বিজেপি । পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ নং ব্লকের কুসুমপুর গ্রাম পঞ্চায়েতের যশাবিশা- হৈবৎপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির…
শুভেন্দুর গড়ে গেরুয়া শিবিরকে হারিয়ে কাঁথিতে সমবায় ভোটে জয় তৃণমূলের
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ‘গড়ে’ ধরাশায়ী বিজেপি । পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ নং ব্লকের কুসুমপুর গ্রাম পঞ্চায়েতের যশাবিশা- হৈবৎপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়জয়কার তৃণমূল প্রার্থীদের। মোট ৯ টি আসনের ৯ টি আসনই দখল করলো শাসকদল । রবিবার সকাল থেকে মারিশদা থানার কড়া পুলিশি নিরাপত্তায় যশাবিশা -হৈবৎপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হয়। বিকেল না গড়াতেই ৯ টি আসনের সব কটি আসনে জয়ী হয় তৃণমূল। কার্যত খাতা খুলতেই পারলোনা বিজেপি।
মোট ভোটার ছিল ৩৭৩ । ভোট পড়েছে ৩০৭ টি। সমবায় নির্বাচনে জয়লাভ করার পরে বাজি ফাটিয়ে উল্লাসে মাতলো তৃণমূল কর্মী সমর্থকেরা । এই বিষয়ে
কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের আইএনটিটিইউসি'র সভাপতি বিকাশচন্দ্র বেজ
বলেন, সারা বাংলা জুড়ে একুশের নির্বাচনের পরে যত উপ নির্বাচন, সমবায় নির্বাচন হয়েছে সব জায়গায় বিজেপি গোহারা হেরেছে। যদিও পঞ্চায়েত নির্বাচনে এই বুথ বিজেপি দখলে ছিল সেই প্রতিকূলতাকে কাটিয়ে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। ‘এই জয় থেকেই এটা প্রমাণ হয় যে, মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে । উন্নয়নের সঙ্গে আছে'। এই জয় মমতা ব্যানার্জীর জয়, এই জয় অভিষেক ব্যানার্জীর জয়। ২৬ শের বিধানসভা নির্বাচনের আগে এই জয় শাসকদলকে বাড়তি অক্সিজেন যোগাবে বলেই রাজনৈতিক মহলের মত। এই বিষয়ে বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার জেলা সম্পাদক অমলেশ পাহাড়ী বলেন, তৃণমূলের আমলে কোনো সমবায় সমিতিতে বিরোধীদের সভ্য করতে দেওয়া হয়নি। ছাব্বিশের নির্বাচনের বিজেপি ক্ষমতায় এলে আবার সব সমবায় আমাদের দখলে চলে আসবে। তাই এই নির্বাচনকে নিয়ে আমরা ভাবছি না। আগামীদিনে সমস্ত জায়গা বিজেপির দখলে আসবে বলে দাবি বিজেপি নেতা অমলেশ পাহাড়ী।
No comments