নবরাত্রি নব দূর্গা পূজার মহাযজ্ঞ অনুষ্ঠান!
সকলের শুভকামনা জানিয়ে ২০১৫ সাল থেকে শুরু হয়েছিল নবরাত্রি নব দূর্গা পূজা অর্চনা। প্রয়াত স্বপন নস্করের হাত ধরেই বাসুদেবপুর এইচএসসি মাঠে এই পূজার শুরু হয়েছিল। সেই পূজায় দেশে দশে সকলের …
নবরাত্রি নব দূর্গা পূজার মহাযজ্ঞ অনুষ্ঠান!
সকলের শুভকামনা জানিয়ে ২০১৫ সাল থেকে শুরু হয়েছিল নবরাত্রি নব দূর্গা পূজা অর্চনা। প্রয়াত স্বপন নস্করের হাত ধরেই বাসুদেবপুর এইচএসসি মাঠে এই পূজার শুরু হয়েছিল। সেই পূজায় দেশে দশে সকলের শুভকামনা জানিয়ে প্রাতঃস্মরণীয় স্বপন নস্করের উত্তরসূরী সেই পুজোকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ব্রত গ্রহন করেছেন। আগামী ২৮ শে মার্চ থেকে শুরু হচ্ছে মহাযজ্ঞ নবরাত্রি। এই কমিটি সভাপতি ভীগুরাম মন্ডল , কার্যকরী সভাপতি মন্ডলী মায়ারানী নস্কর, ওম প্রকাশ শুক্লা, তিমির বরণ বেরা এবং যুগ্ম সম্পাদক অমিত প্রামাণিক স্বপন দাস (জহর) নির্বাচিত হয়েছেন। সকলকে এই মহাযজ্ঞে আসার জন্য আহ্বান জানালেন উৎসব কমিটি কোষাধ্যক্ষ সুদীপ নস্কর।
No comments