আর কয়েকদিন পরেই নির্বাচন নির্বাচন কিরে এখন টানটান উত্তেজনা শিল্পশহর হলদিয়া! বন্দরের সাংস্কৃতিক সংস্থা হলদিয়া ডক ইন্সটিটিউটের নির্বাচন, বিএমএস ক্ষমতায় এলে প্রাক্তন কর্মচারীদের ভোট দেওয়ার অগ্রাধিকার থাকবে - প্রদীপ ২৬ শে বিধানস…
আর কয়েকদিন পরেই নির্বাচন নির্বাচন কিরে এখন টানটান উত্তেজনা শিল্পশহর হলদিয়া!
বন্দরের সাংস্কৃতিক সংস্থা হলদিয়া ডক ইন্সটিটিউটের নির্বাচন, বিএমএস ক্ষমতায় এলে প্রাক্তন কর্মচারীদের ভোট দেওয়ার অগ্রাধিকার থাকবে - প্রদীপ
২৬ শে বিধানসভা নির্বাচনের আগেই হলদিয়া শ্রমিকদের আরেকবার পরীক্ষার সম্মুখীন হতে চলল। হলদিয়া বিধানসভা কার দখলে থাকছে? শ্রমিকরা কি শাসক দল বিরুদ্ধে যাবে? দেখা গেছে যে শাসক দল ক্ষমতায় থাকেন হলদিয়া বিধানসভা প্রায় তার বিপরীত দলকে ভোট দেয়। শ্রমিক সংগঠন গুলির একটি কেন্দ্রীয় সংস্থার ক্লাব পরিচালনা করার ক্ষেত্রে এই নির্বাচন। হলদিয়া রাজনীতিতে কিছুদিন আগেই পরিবর্তন হয়েছে বিরোধী বিজেপি দল থেকে শাসক দল তৃণমূলের যোগদান করেছেন হলদিয়া বিধানসভার বিধায়ক তাপসী মন্ডল। তার কয়েকদিন পরে ই নির্বাচন হতে চলেছে। শাসকবিরোধী এবং সিপিআইএম সমর্থিত সি আই টি ইউ সমস্ত রাজনৈতিক দলের প্রার্থী রয়েছে। তবে এই সংস্থায় পরপর শাসক দল তৃণমূল জয় লাভ করছিল।
বন্ধুত্বের সম্পর্ক অটুট রেখে যেকোনো নির্বাচন হোক অবাধ
টানটান উত্তেজনার আগামী ২৮ শে মার্চ হলদিয়া বন্দরের নির্বাচন। গণ্ডগোলের আশঙ্কায় ভোটকেন্দ্র ও লাগোয়া এলাকায় রাজ্য পুলিসের পাশাপাশি সিআইএসএফের মতো কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হবে। এদিন বন্দরের সাংস্কৃতিক সংস্থা হলদিয়া ডক ইন্সটিটিউটের নির্বাচন ঘিরে বাড়ি বাড়ি প্রচার সারছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/sr1e8G-q1vg
সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন বিএমএস রাজ্য সভাপতি তথা এই নির্বাচনের অন্যতম প্রতিনিধি প্রদীপ বিজলী তিনি বলেন হলদিয়া বন্দরে স্থায়ী কর্মচারী দিন দিন কমছে। বর্তমান ভোটার ৫৩০ জন। আমরা চাইছি এবারে ক্ষমতায় এলে যারা অবসরপ্রাপ্ত সেই সকল শ্রমিকদের ভোট দেওয়ার অনুমতি থাকবে। যেমনই হলদিয়া ডক কনজিউমারস কোপারেটিভ রয়েছেন ঠিক তেমনি ভাবেই এই সংস্কৃতিক ক্লাব গৃহ যাতে বন্দরের অবসরপ্রাপ্তরা ভোট দিতে পারেন তার জন্য তারা আইন শুদ্ধ করবেন। দীঘা ও বোম্বে টাটা বন্দরের অনেক কর্মচারীরা ডাক্তারের জন্য বা বেড়াতে যান। যাতে অবসরপ্রাপ্ত যারা হবেন তারাও যাতে বর্তমান শ্রমিকদের মতই সুযোগ-সুবিধা পান তার জন্য আমরা ব্যবস্থা করব। ভেলোর এবং দীঘা আমাদের হলিডে হোম রয়েছে বর্তমানে এমপ্লয়িজ দের যে পয়সা নেওয়া হয় প্রাক্তন বা রির্টার তাদের জন্য অনেক বেশি পয়সা নেওয়া হয়। আমরা এবারে বোর্ডে এলে গেস্ট হাউস বা হলিউডের সংখা যেমন বাড়াবো ঠিক তেমনি ভাবে বর্তমান এবং প্রাক্তন যারা হয়েছেন তাদেরও যাতে সমান ভাবে এই সুযোগ-সুবিধা পান তার ব্যবস্থা করব মোট ছয় দফা দাবি নিয়ে আগামী ২৮ শে মার্চ হলদিয়া ডক ইনস্টিটিউট নির্বাচনে তাদের প্রার্থীদের ভোট দেওয়ার জন্য আহ্বান জানালেন।
No comments