বিসিডিএ উদ্যোগে নকল ঔষধ বিক্রেতাদের বিরুদ্ধে পথসভা!
যত দিন সে যাচ্ছে নকল ঔষধ বাজারে ছেয়ে যাচ্ছে।আর তার ফলে মানুষের জীবনযাপন হয়ে যাচ্ছে দুর্বসহ ।
ওষুধের দাম বাড়ছে মানুষ ছুটে যাচ্ছে যেখানে ঔষধের উপর ছাড় বেশি পাবে। ছাড় দেওয়া ছ…
বিসিডিএ উদ্যোগে নকল ঔষধ বিক্রেতাদের বিরুদ্ধে পথসভা!
যত দিন সে যাচ্ছে নকল ঔষধ বাজারে ছেয়ে যাচ্ছে।আর তার ফলে মানুষের জীবনযাপন হয়ে যাচ্ছে দুর্বসহ ।
ওষুধের দাম বাড়ছে মানুষ ছুটে যাচ্ছে যেখানে ঔষধের উপর ছাড় বেশি পাবে। ছাড় দেওয়া ছাড় পাওয়াটাই কি ঠিক? কিন্তু মানুষ সেই দিকে না তাকিয়ে সস্তা ঔষধ পাবার আশায় ছুটে। প্রকৃত ঔষধ পাচ্ছে কিনা মানুষ দেখছে না। কিন্তু কত পারসেন্ট ছাড় পাবে সেই ছাড়ের আশায় কিন্তু ছুটছে আর তার ফলে বাজারে নকল ঔষধ ছেয়ে যায়। মানুষ ওষুধ খায় কিন্তু কার্যকারিতা হয় না । দোকানে ওষুধ কিনলে কেউ দেয় ১০% আবার কেউ দেয় ১৫% অনলাইনে ওষুধ কিনলে তার দ্বিগুণ ছাড় পায় আর মানুষ এই অনলাইনে ওষুধ কেনার জন্য ছুটছে আর সে থেকেই প্রকৃত ঔষধ থেকে মানুষ বঞ্চিত হচ্ছে । দোষারোপ হচ্ছে ডাক্তারের ঔষধ কোন কাজ হয়নি। হলদিয়া দুর্গাচকে বেঙ্গল কেমিস্ট এন্ড ডাগিস্ট এ্যাসোসিয়েশন উদ্যোগে পথসভা এবং মিছিল সংঘটিত হয়। মিছিলের নেতৃত্ব দেন অনেকেই প্রত্যেকের বক্তব্য আপনি যে ওষুধটা কিনছেন সেটা সঠিক কিনছেন তো? তার গুণগত মান ঠিক আছে তো? তাই ঔষধ কিনুন বিশ্বস্ত দোকান থেকে। না হলেই আপনি ঠকে যেতে পারেন। আজকের এই সভায় উপস্থিত ছিলেন বি সি ডি এ কার্যকর্তা সম্পাদক তপন কুমার গুড়াই সভাপতি অমলেন্দু পণ্ডা সংগঠন সম্পাদক অতুল কুমার মাইতি সংগঠন সদস্য সংকর অধিকারী প্রমূখ।
No comments