Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বসন্ত উৎসব মঞ্চে বিজেপির নেতৃত্বের সঙ্গে তৃণমূলের জেলা সম্পাদক মন্ডলী সদস্য শিবনাথ? সোশ্যাল মিডিয়া ভাইরাল!

বসন্ত উৎসব মঞ্চে বিজেপির নেতৃত্বের সঙ্গে তৃণমূলের জেলা সম্পাদক মন্ডলী সদস্য  শিবনাথ? সোশ্যাল মিডিয়া ভাইরাল!ফুল ফুটুক না ফুটুক আজও বসন্ত । চারিদিকে পলাশ আর আবিরের রঙে সকলেই বাংলা বৎসরের শেষান্তে নববর্ষের আগমনে প্রত্যেকেই মনকে যেন…

 



বসন্ত উৎসব মঞ্চে বিজেপির নেতৃত্বের সঙ্গে তৃণমূলের জেলা সম্পাদক মন্ডলী সদস্য  শিবনাথ? সোশ্যাল মিডিয়া ভাইরাল!

ফুল ফুটুক না ফুটুক আজও বসন্ত । চারিদিকে পলাশ আর আবিরের রঙে সকলেই বাংলা বৎসরের শেষান্তে নববর্ষের আগমনে প্রত্যেকেই মনকে যেন রঙে রাঙিয়ে নিতে চায়। বসন্ত উৎসব বা দোল উৎসব আমাদের জেলা বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হলো। সাংবাদিকদের সংগঠনের উদ্যোগে সৈকত শহর দীঘা এবং মহিষাদল রাজবাড়ি আম্রকুঞ্জে । এই উৎসব মঞ্চে দলমত নির্বিশেষে সকলেই আমন্ত্রিত থাকেন। মহিষাদল প্রেস কর্নারের উদ্যোগে তাদের ১৬ তম বসন্ত উৎসবে সন্ধ্যায় গুণীজন সম্বর্ধনা সভা। সেই গুণীজন সংবর্ধনা সভা এবারে কাকদ্বীপের এক ডাক্তারকে সম্বর্ধিত করা হলো। মহিষাদল প্রেসকর্নার তাদের এই অনুষ্ঠানে দলমত নির্বিশেষে ডাকা হয়  উৎসব প্রাঙ্গনে উপস্থিত হওয়ার জন্য। সেই অনুযায়ী সন্ধ্যাকালীন অনুষ্ঠানে বিএমএস শ্রমিক সংগঠনের নেতৃত্ব এবং জেলার বিজেপি নেতৃত্ব এবং তারই সাথে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক প্রাক্তন শ্রমিক নেতৃত্ব শিবনাথ সরকার উপস্থিত ছিলেন আর সে নিয়েই একটি দৈনিক পত্রিকা প্রকাশিত হয়েছে এমনই ভাষায়... "একমঞ্চে বিজেপিও তৃণমূলের নেতা" তা দলের মধ্যে অন্তর দ্বন্দ্ব শুরু হয়েছে।

তৃনমূল নেতা শিবনাথ বলেন অরাজনৈতিক কর্মসূচিতে আমি ছিলান। তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত। ঐ মঞ্চে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলী, বিজেপি নেতা তমলুক সহ-সভাপতি আনন্দময় অধিকারী বিজেপি মহিষাদল বিধানসভার প্রার্থী বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় আর তারই পাশে ছিলেন তৃণমূল নেতা শিবনাথ। সংবাদ মাধ্যমে এই নিয়ে সরগম হয়েছেন। তৃণমূলের অনেকেই কটাক্ষ করেছেন ২০২১ বিধানসভা এবং ২০২৪ সালের লোকসভা ভোটে হলদিয়া বিধানসভা তৃণমূলের পরাজয়ের জন্য দায়ী শিবনাথ। এই কথা মানতে নারাজ শিবনাথ সরকার হলদিয়া নিউজে একান্তে সাক্ষাৎকার দিয়ে জানিয়েছেন আমাদের নেত্রী বারবার বলেন ধর্ম যে যার উৎসব সবার ওই উৎসব মঞ্চে সাংবাদিক সংগঠন আমাকে আহ্বান করা হয়েছিল সেই অনুযায়ী আমি গিয়েছিলাম সেই মঞ্চে সম্বর্ধনা সভায় কাদেরকে ডাকবেন মঞ্চে তার ঠিক করেছিলেন দোল উৎসব কমিটির বা মহিষাদল প্রেস কর্নারের সদস্যরা। আমিতো কেবলমাত্র সম্বর্ধনা সভাতেই ছিলাম আর লোকসভা বিধানসভার কথা বলছেন? কিছু মানুষ রয়েছেন আমাদের দলের মধ্যে সর্ষের মধ্যে ভূত। যারা নিজে তো কিছুই করতে পারে না অপরের ভালো কাজ করলে সেটাকে সোশ্যাল মিডিয়া ছেড়ে বিকৃত নিউজ করার চেষ্টা করেন তবে তাতে আমার দুঃখ নেই আমাদের দলের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের দলের শৃঙ্খলা ভঙ্গের কমিটি রয়েছে তা দেখেন সৌগত বন্দ্যোপাধ্যায় তিনারা নজর রেখেছেন কে কি কাজ করছেন। কিছু মানুষ অযথা দলের ভাব মূর্তি নষ্ট করছেন। আমি তাদের উদ্দেশ্যে বলি দলকে যদি ভালবাস আসুন দলের কথা বলি কোন নেতা-নেত্রী কে নিয়ে সমালোচনা না করে উন্নয়নের কথা বলি সমাজ পরিবর্তনের কথা বলি।

No comments