Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শহীদ ক্ষুদিরাম নগর হৈমন্তী ব্লকে শ্রী শ্রী শীতলা মাতা ও শ্রী শ্রী কালী মাতার পূজার্চনায় মেতেছেন বহু ভক্ত!

শহীদ ক্ষুদিরাম নগর হৈমন্তী ব্লকে শ্রী শ্রী শীতলা মাতা ও শ্রী শ্রী কালী মাতার পূজার্চনায় মেতেছেন বহু ভক্ত!শিল্প শহর হলদিয়া পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডে  হৈমন্তী ব্লকে অবস্থিত শ্রী শ্রী শীতলা মাতা ঠাকুরানি ও শ্রী শ্রী কালী মাতা ঠ…

 



   শহীদ ক্ষুদিরাম নগর হৈমন্তী ব্লকে শ্রী শ্রী শীতলা মাতা ও শ্রী শ্রী কালী মাতার পূজার্চনায় মেতেছেন বহু ভক্ত!

শিল্প শহর হলদিয়া পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডে  হৈমন্তী ব্লকে অবস্থিত শ্রী শ্রী শীতলা মাতা ঠাকুরানি ও শ্রী শ্রী কালী মাতা ঠাকুরানি মন্দির। এই মন্দির ঘিরে সারা বছর নিত্য পূজোর সাথে সাথেই বাৎসরিক পূজায় মেতে উঠেন এই এলাকার প্রায় ২৫০ জন প্রজা।

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/bYN35qELQxk

১৯৯৬ সালে শিল্পশহর হলদিয়া শিল্পায়নের জন্য ধান্যঘাটা রঘুনাথচক কিশোরপুর এলাকায় হলদিয়া পেট্রোল কেমিক্যালস এর জন্য জমি অধিগ্রহণ হয়। সেই সকল অধিকৃত এলাকার যারা মানুষ ছিলেন তাদেরকেই নগর উন্নয়নের জন্য শহীদ ক্ষুদিরামনগরে তাদের পুনর্বাসন দেওয়া হয়েছিল। শহীদ ক্ষুদিরামনগর হৈমন্তী ব্লক এখন প্রতিষ্ঠিত শ্রী শ্রী শীতলা মাতা ঠাকুরানি এবং শ্রী শ্রী কালী মাতা ঠাকুরানী। গত ১লা চৈত্র বসন্ত উৎসব রঙের উৎসব ভালবাসার উৎসব দিয়ে শুরু হয়েছিল বাৎসরিক পূজার্চনা। আগামী ৫ই চৈত্র তার সমাপ্তি ঘটবে। এই দীর্ঘ পাঁচ দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পূজার্চনা এবং লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে যাত্রা অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন মন্দির কর্তৃপক্ষ। হৈমন্তী ব্লকের এই পুজোকে কেন্দ্র করে সব থেকে আকর্ষণীয় বাতাসার হরিলুট। পুজো কমিটির কর্মকর্তারা জানিয়েছেন প্রায় ৪১ মোন (১৬৮০ কেজি) বাতাসা হরিলুট অনুষ্ঠিত হয় সোমবার ৩রা চৈত্র। কিন্তু সকাল থেকেই সব ঠিক থাকলেও সন্ধ্যা আরতির পর হঠাৎ  বজ্রবিদ্যুৎ, শিলাবৃষ্টি, ঝড় হওয়ার জন্য সমস্ত কিছুই লণ্ডভণ্ড হয়ে যায়। বন্ধ হয়ে যায় হরিলুটের কাজ। জানা যায় আগামী ৪ঠা চৈত্র মঙ্গলবার আতশবাজি সহকারে মায়ের সন্ধ্যা আরতির পর হরিলুট এবং তারপরেই লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে যাত্রা অনুষ্ঠান "রক্তে রাঙা দশমী" অনুষ্ঠিত হবে। আগামী ৫ ই চৈএ বুধবার মায়ের বড় অন্ন ভোগ। এই অন্নভোগে বহু মানুষ অংশগ্রহণ করেন তাদের ভোগ প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন হৈমন্তী ব্লকের শ্রী শ্রী শীতলা মাতা ঠাকুরানি এবং শ্রী শ্রী কালী মাতা ঠাকুরানীর সকল সদস্য সদস্যবৃন্দ। শ্রাবন্তী শাসমল, সঞ্জয় দাস, মন্দির কমিটির অন্যতম সদস্যা প্রাক্তন কাউন্সিলর শ্রাবন্তী শাসমল বলেন উৎসব কে কেন্দ্র করে পুলিশ প্রশাসন তাদের সাথে এলাকার স্বেচ্ছাসেবক দ্বারা এই এলাকা গার্ড দেওয়া হয় এবং যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পূজা কমিটির সকল সদস্যরা নজর রাখেন।

No comments