কাঁথি কার্ড ব্যাঙ্কের মনোনয়ন শুরু
কাঁথি অ্যাগ্রিকালচারাল এন্ড রুরাল ডেভলাপমেন্ট ব্যাঙ্কের (কার্ড ব্যাঙ্ক) পরিচালন কমিটির নির্বাচনের মনোনয়ন শুরু হল। এই নিয়ে সতর্ক তৃণমূল। কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচন ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ…
কাঁথি কার্ড ব্যাঙ্কের মনোনয়ন শুরু
কাঁথি অ্যাগ্রিকালচারাল এন্ড রুরাল ডেভলাপমেন্ট ব্যাঙ্কের (কার্ড ব্যাঙ্ক) পরিচালন কমিটির নির্বাচনের মনোনয়ন শুরু হল। এই নিয়ে সতর্ক তৃণমূল।
কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচন ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ ঠেকাতে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়েছিল মুখ্যমন্ত্রীকে। এআ ঘটনার যাতে পুণরাবৃত্তি না হয় তারজন্যে সতর্ক তৃণমূল নেতৃত্ব। যার কারণে মোনয়ন পর্ব শরু হওয়ার আখে রবিবার কাঁথিতে দলীয় নেতৃত্বদের নিয়ে বৈঠক করেন তৃণমূলের রাজ্য সমবায় সেলের ভাইস চেয়ারম্যান আশিষ চক্রবর্তী।
এই ব্যাঙ্কের নির্বাচনের দায়িত্বে রয়েছেন রামনগরের বিধায়ক অখিল গিরি। তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি পীযূষ পন্ডা বলেন সকলকে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করার নির্দেশ দেন দলীয় নেতৃত্ব।
কার্ড ব্যাঙ্কের ৭৬ টি ডেলিগেট আসনের জন্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। ব্যাঙ্কের সদস্য সংখ্যা ৫৮ হাজার ১৫৩ জন। ১৭ মার্চ সোমবার মনোনয়ন তোলার দিন ছিল। ১৮ মার্চের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। সোমবার ব্যাঙ্কের মনোনয়ন পত্র তোলাকে কেন্দ্র করে যাতে কোন অশান্তির ঘটনা না ঝটে তার জন্যে কড়া পুলিশী নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।
No comments