Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রশাসককে জানিয়েও কোন কাজ হয়নি রাতের অন্ধকারে চলছে বেআইনি বাড়ি নির্মাণ।!

পৌর প্রশাসককে জানিয়েও কোন কাজ হয়নি রাতের অন্ধকারে চলছে বেআইনি বাড়ি নির্মাণ।!বেআইনি বাড়ি ভাঙ্গার জন্য সোচ্চার হলেন হলদিয়া পৌর এলাকার ২৪ নম্বর ওয়ার্ডের পৌষালী ব্লকের বাসিন্দারা । সরকারি আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে স্থানীয় বাস…

 


পৌর প্রশাসককে জানিয়েও কোন কাজ হয়নি রাতের অন্ধকারে চলছে বেআইনি বাড়ি নির্মাণ।!

বেআইনি বাড়ি ভাঙ্গার জন্য সোচ্চার হলেন হলদিয়া পৌর এলাকার ২৪ নম্বর ওয়ার্ডের পৌষালী ব্লকের বাসিন্দারা । সরকারি আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে স্থানীয় বাসিন্দা উত্তম মাজি পাকা বাড়ি নির্মাণ করছেন বলে অভিযোগ । ইতিমধ্যে একতলা সমান উচ্চতার বাড়িটি নির্মিত হয়েছে ।

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/Oi71B_1Z0Kc

 এলাকাবাসীর বাধা সত্ত্বেও সেই বাড়ি নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন তিনি । ইতিমধ্যে এলাকার মানুষের গণস্বাক্ষর সম্বলিত অভিযোগ পত্র স্থানীয় হলদিয়া পুরসভা অফিসে জমা পড়েছে । সূত্রে জানা যায়, ২০২২ সালে বাড়ি নির্মাণের জন্য অভিযুক্ত ব্যক্তি তৎপর হন । সেই সময় স্থানীয় ২৪ নং ওয়ার্ডের  কাউন্সিলর শ্রাবন্তী শাসমল এই অবৈধ নির্মাণের প্রতিবাদ জানিয়ে পৌরসভা দফতরে লিখিত অভিযোগ করেছিলেন । কিছুদিনের জন্য নির্মাণ কাজ বন্ধ থাকলেও ফের সেই বাড়ি নির্মাণ শুরু করেছেন উত্তম মাজি । এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিকে ফোনে পাওয়া যায় নি। 

" এলাকার মানুষ থেকে প্রাক্তন কাউন্সিলর প্রত্যেকেই ঐ বেআইনি নির্মাণে বাধা হয়েছেন প্রত্যেকেই । কিন্তু স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির মদতে তিনি সরকারি বিধিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অবৈধ নির্মাণ করে চলেছেন বলে অভিযোগ । তবে তাঁর পাশে প্রভাবশালী কে বা কারা  রয়েছেন তা জানার প্রশ্নই উঠে। সরকারি নিয়মে যা বৈধ, তা খতিয়ে দেখা হবে । এমন সাফ জানিয়েছিলেন হলদিয়া পুরসভার প্রশাসক, তথা হলদিয়া মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় । ২০২৪ সালে যখন অভিযোগ উঠে তিনি বলেন," হলদিয়া পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডে যদি বেআইনি নির্মাণ প্রমাণিত হলে কোনভাবেই আমরা বরদাস্ত করব না । প্রথমে ভূমি দপ্তর কে দিয়ে জায়গার পরিচয় নির্ধারণ করব । সরকারি জায়গা প্রমাণিত হলে, আমরা ওই বাড়ি নির্মাণকারী ব্যক্তিকে বাড়ি ভেঙে নেওয়ার জন্য চিঠি দেবো । তিনি সেই নির্দেশ অমান্য করলে, পুরসভার তরফে আমরা নিজেরাই সেই বাড়িটি ভেঙ্গে দেব ।

ইতিমধ্যে পৌর এলাকা এবং হলদিয়া উন্নয়ন পর্ষদ এলাকা নিজস্ব জায়গা জমি দখল হচ্ছে আর সেজন্যই হলদিয়া উন্নয়ন পর্ষদের সভায় সিদ্ধান্ত হয়েছেন পৌর এবং হলদিয়া উন্নয়ন পর্ষদ এবং পুলিশ সঙ্গে  টিম আকারে বেআইনি নির্মাণ জবর দখল এইগুলি দেখা হবে। কিন্তু তারই মধ্যেই সর্ষের মধ্যে ভূত হলদিয়া পৌরসভার ২৪ নম্বর পৌষালী ব্লকে ২০২২ সাল থেকে নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন। বর্তমানে রাতের অন্ধকারে এই নির্মাণ কাজ হচ্ছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন পৌরসভার প্রাক্তন কাউন্সিলর শ্রাবন্তী শাসমল তিনি জানান পৌরসভা কে বারে বারে জানানো হয়েছে। হলদিয়া থানার পুলিশের তরফ থেকে  ওই জায়গায় বাড়ি নির্মাণ  বন্ধ করার জন্য জানিয়েছেন। সত্ত্বেও অবৈধভাবে নির্মাণ করে চলছে আমরা ইতিমধ্যে পৌরসভা পৌর প্রশাসকের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা একটি আবেদনপত্র জমা দিয়েছি কিন্তু এখনো কোনো কাজ হয়নি। তবে আমরা প্রশাসনের উপর আস্থাশীল পৌর প্রশাসক নিশ্চয়ই বিবেচনা করে অগ্রসর হবেন। সূত্রে জানা যায় তপন মাঝী তার প্লট রয়েছে ৪৮৫ নম্বর কিন্তু সেই বাড়ি বানাচ্ছে ৪৮০ নম্বর প্লটে কেন? এবার বন্ধ হোক অবৈধ নির্মাণ। "শেষমেশ নির্মাণকারী ব্যক্তি, নাকি এলাকার জনগণের দাবি জয় হয় , এখন সেটাই দেখার বিষয় ।

No comments