হলদিয়া অভ্যুদয়ে পালিত হলো ১৯০ তম রামকৃষ্ণদেবের জন্মতিথি
রামকৃষ্ণদেবের ১৯০ তম পূর্ণ জন্মতিথি উদযাপন করা হলো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন লোকো শিক্ষা পরিষদ অনুমোদিত হলদিয়া অভ্যুদয় গত ১লা মার্চ শনিবার সারাদিন নানান অনুষ্ঠানের মধ্য দ…
হলদিয়া অভ্যুদয়ে পালিত হলো ১৯০ তম রামকৃষ্ণদেবের জন্মতিথি
রামকৃষ্ণদেবের ১৯০ তম পূর্ণ জন্মতিথি উদযাপন করা হলো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন লোকো শিক্ষা পরিষদ অনুমোদিত হলদিয়া অভ্যুদয় গত ১লা মার্চ শনিবার সারাদিন নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। সংস্থার সম্পাদক অনুপম বেরা বলেন এদিন সকাল থেকে মঙ্গল আরতি পূজা পাঠ ভক্তিগীতি রামকৃষ্ণ গীতি ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্ক স্বামী ইষ্টব্রতানন্দ মহারাজ।
No comments