রাজ্য সড়ক পথ দুর্ঘটনায় মৃত ৩ আহত ১ঘটনাটি ঘটেছে তমলুক থানার অন্তর্গত হলদিয়া মেছাদা জাতীয় সড়কে কুমারগঞ্জ এর কাছে দাঁড়িয়ে থাকা গ্যাস ট্যাঙ্কার কে একটি মারুতি ভ্যান ধাক্কা মারে। তমলুক থানার পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে তাম্রল…
রাজ্য সড়ক পথ দুর্ঘটনায় মৃত ৩ আহত ১
ঘটনাটি ঘটেছে তমলুক থানার অন্তর্গত হলদিয়া মেছাদা জাতীয় সড়কে কুমারগঞ্জ এর কাছে দাঁড়িয়ে থাকা গ্যাস ট্যাঙ্কার কে একটি মারুতি ভ্যান ধাক্কা মারে। তমলুক থানার পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। হাসপাতাল সূত্রে জানা গেছে একজন গুরুতর আহত তমলুক হসপিটালে ভর্তি আছে। বাকি তিনজনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ। মারুতি গাড়ির ড্রাইভার সুদীপ মাইতি তিনি দীর্ঘদিন ড্রাইভিং করে হলদিয়া মহিষাদল নন্দকুমার এলাকার রোগীদের কলকাতায় নিয়ে যান প্রতিনিয়ত। তবে তার পরিবারের সদস্যরা বললেন মারুতি গাড়ির চাকা টায়ার বাস্ট হওয়ার ফলেই ব্যালেন্স হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।মৃত আহতের পরিচয় জানা যায়নি। মারুতি গাড়ি হলদিয়ার দিক থেকে মেচেদার দিকে যাচ্ছিল।
No comments