তৃণমূল পরিচালিত পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে তৃণমূলেরই শ্রমিক ইউনিয়নের তরফ থেকে বিক্ষোভ ও ডেপুটেশন
তৃণমূল পরিচালিত কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি'র বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন দিল তৃণমূলে…
তৃণমূল পরিচালিত পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে তৃণমূলেরই শ্রমিক ইউনিয়নের তরফ থেকে বিক্ষোভ ও ডেপুটেশন
তৃণমূল পরিচালিত কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি'র বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন দিল তৃণমূলের টোটো রিস্কা শ্রমিক ইউনিয়ন। পাশাপাশি চেয়ারম্যানের বিরুদ্ধে স্বৈরাচারীতার অভিযোগ তুললো তৃণমূলের কাউন্সিলর
বারবার কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরির এর কাছে দারস্থ হয়েও সুরাহা মেলেনি, তাই পুরসভার বাহিরে বিক্ষোভ অবস্থান করে ডেপুটেশন দিল- তৃণমূল পরিচালিত কাঁথি টোটো ইউনিয়ন সংগঠন। তাদের দাবি- প্রায় ৩০০ টোটো'র লাইসেন্স রিনিউয়াল করা হচ্ছে না। অথচ অবৈধভাবে মোটা টাকার বিনিময়ে নতুন টোটো কে লাইসেন্স দেওয়া হচ্ছে। চেয়ারম্যানের মদতে বাইরে থেকে আসা টোটো শহরের মধ্যে ঢুকে যানজট সৃষ্টি করছে, বিনিময়ে টাকা তুলছে চেয়ারম্যান এর মদতপুষ্ট পুরসভার কর্মীরা। যে শ্রমিকদের ভোটে জিতে আজ পুরসভার চেয়ারম্যান হয়েছেন তাদের অবহেলা করছেন পুর-প্রসাশক। তাদের দাবি না মানলে চেয়ারম্যান কে চেয়ারচ্যুত করার হুঁশিয়ারি বিক্ষোভ কারি দের। অবস্থান বিক্ষোভ এর সময় কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি উপস্থিত না থাকায় তৃণমূলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মান্নার কাছে ডেপুটেশন দেয়।
কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মান্না বলেন- চেয়ারম্যান বিশেষ কাজে বাইরে গেছেন, তিনি জানিয়েছেন তিনি চেয়ারে বসার আগে টোটো'র রেনুয়াল নিয়ে তিনি কিছু করতে পারবেন না। তিনি বলেন ঘুর পথে টোটো লাইসেন্স পাওয়ার অভিযোগ পেলেও তিনি এ বিষয়ের কোন প্রমাণ পাননি।
কাঁথি শহর আইএনটিটিইউসি টোটো রিক্সা শ্রমিক সংগঠনের নেতা সেক ইসবার বলেন- বর্তমান কাঁথি পুরসভার চেয়ারম্যান জনগণের চেয়ারম্যান নয়, তিনি হিটলারের চেয়ারম্যান, পয়সা বালার চেয়ারম্যান। যখন অধিকারীরা দল ছেড়েছিল সেদিন ডরমেটটারি মাঠের সভায়, এই টোটো চালকদের নিয়ে ব্যানার বেঁধে, মাঠ ভরিয়েছিলাম। যাদের জন্য তিনি চেয়ারম্যান হলেন আজকে ক্ষমতায় বসে তিনি তাদের অবহেলা করছেন।। তারই প্রতিবাদে আজকের এই অবস্থান বিক্ষোভ। প্রায় আড়াইশো টোটো চালকের সংসারে অচলাবস্থা, যে কারণে টোটো চালকরা রাস্তায় ভিক্ষা চাইতে চাইতে পৌরসভায় আসছিল।
পাশাপাশি কাঁথি পুরসভার সিআইসি তথা কাউন্সিলর রিনা দাস বলেন- যেভাবে টোটো লাইসেন্স বর্তমানে করা হয়েছে তা ভিত্তিহীন। চেয়ারম্যান কারুকে জিজ্ঞেস করে না তিনি হিটলার। যে কোন কাজে নিজের মতামতকে তিনি জাহির করেন, প্রতি সপ্তাহে প্রায় তিন দিন তিনি থাকেন না। আগের চেয়ারম্যান সুবল মান্না টোটো চালকদের প্রয়োজনীয় নথিপত্র নিয়েও তাদের রেনুয়াল করেননি, আর বর্তমান চেয়ারম্যান সেই পুরনো ফাইল উড়িয়ে দিলেন। নাম না করে অধিকারীদের সঙ্গে তুলনা করেন বর্তমান কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি কে। কোন বিষয়ে তিনি আমাদের সঙ্গে আলোচনা করেন না। পৌরসভাতে কেউ তাদের ব্যক্তিগত কাজে এলে তাদের সঙ্গে কুকুর শিয়ালের মতো ব্যবহার করা হয়।
এ বিষয়ে কাজে পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরির সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান- তিনি বাইরে থাকার কারণে এই মুহূর্তে কোন প্রতিক্রিয়া দিতে পারছেন না।
তবে এ বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি পীযূষ পন্ডা বলেন- চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ কিংবা আজকের ডেপুটেশন কোনটাই আমার নজরে নেই, বিষয়টি খোঁজ নিয়ে জানাবো।
তৃণমূলের প্রতীকে জয়ী কাঁথি পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল শ্রমিক সংগঠনের এই সংঘাতে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির দাবি ভাগ বাটোয়ারা নিয়ে যত সমস্যা। তৃণমূল মানে তোলা মূল। টোটো চালকদের কাছ থেকে কারা কত টাকা তুলবে? সেই নিয়ে এই সংঘাত।
No comments