হলদিয়া - রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম পরিসরে সাড়ম্বরে পরমপুরুষ শ্রীশ্রী রামকৃষ্ণদেবের ১৯০ তম আবির্ভাব তিথি ও ভাবধার প্রচার উৎসব ও উদযাপন অনুষ্ঠান১ লা মার্চ, ২০২৫ এই পবিত্র দিনে " *যত মত - তত পথ"* অমোঘ বানীর শ্রষ্টা অবতা…
হলদিয়া - রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম পরিসরে সাড়ম্বরে পরমপুরুষ শ্রীশ্রী রামকৃষ্ণদেবের ১৯০ তম আবির্ভাব তিথি ও ভাবধার প্রচার উৎসব ও উদযাপন অনুষ্ঠান
১ লা মার্চ, ২০২৫ এই পবিত্র দিনে " *যত মত - তত পথ"* অমোঘ বানীর শ্রষ্টা অবতার বরিষ্ঠ পরমপুরুষ শ্রীশ্রী রামকৃষ্ণদেব এর ১৯০ তম বর্ষের আবির্ভাব তিথি উৎসব অনুষ্ঠান বিশেষ মর্যাদা ও পবিত্রতা সহকারে পালিত হয় দুর্গাচক সংলগ্ন রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম হলদিয়ার সারদাতীর্থ ভবন প্রার্থনা কক্ষে। ভোরে মঙ্গলারতি, বেদ ও গীতা পাঠ এবং স্তবগানের মধ্যদিয়ে প্রারম্ভিক জন্মতিথি উৎসবের মাঙ্গলিক শুভ সূচনা হয় । সকাল ৮ টা থেকে শুরু হয় বিশেষ পুজা, পাঠ, পুস্পাঞ্জলি, হোম ও ভোগরাগ নিবেদন। এই মিশন আশ্রম পরিচালনায় শহর এলাকায় সামাজিক - আর্থিক ভাবে পিছিয়ে পড়া পথশিশু এবং পরিচালিকার বাচ্চাদের নিয়ে ২০২০ সালে গড়ে উঠেছিল হয়েছিল - শিশুদের মানবিক উৎকর্ষ বিকাশ কর্মসূচী। এরা মূল্যবোধ শিক্ষার পাশাপাশি স্বনির্ভর হওয়ার শিক্ষা সারা বছর ধরে পেতে থাকে। এই শিশুদের সার্বিক উন্নয়নে পাশে থেকে সারা বছর ধরে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আসছেন - মামরাজ জয়ত্রী ট্রাস্ট, কোলকাতা এবং প্রিয় ইন্ডাস্ট্রি মিনু মোর শাড়ি। আজকের তিথিপূজার বিশেষ দিনে কমসূচীর অন্তর্ভুক্ত সকল শিশুরা বিগত কয়েক দিন জন্মতিথি উৎসবকে শ্রদ্ধা জানিয়ে নানান দায়িত্ব শিশুরা বহন করছপন। পবিত্র অনুষ্ঠানে সববেত পড়ুয়াদের দ্বারা প্রেমময় শ্রীশ্রী রামকৃষ্ণদেবের প্রতিকৃতি সাজানো, ভোগ - রাগ তৈরীতে হাতেনাতে অংশগ্রহণ, পূজায় সহযোগিতা করা থেকে প্রসাদ বিতরণ এবং সারদিন ধরে ভক্তিগীতি ও শ্রীশ্রীরামকৃষ্ণ বন্দনা করতে থাকেন। ওই দিন প্রার্থনা সভা কক্ষে সকাল ১১ টা ভক্তদের সামনে শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ পাঠ ও ব্যাখ্যা এবং ভক্তিগীতি পরিবেশন করেন - সংগীত শিক্ষক শ্রী দেবীশঙ্কর চ্যাটাজী । ওই দিন দুপুর ১২ টা থেকে ২টা পযর্ন্ত অনুষ্ঠানে আগত সমবেত ভক্তদের বসিয়ে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা হয়। বৈকালিক বিরতির পর বিকাল ৩ টায় মিশন আশ্রম - পরিচালিত নেত্রালয় (চোখের চিকিৎসালয় ও রিসার্চ সেন্টার) - হলদিয়া পরিসরে শ্রীশ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে কর্মীদের উপস্থিতিতে তাঁর জীবন ও বাণী বিষয়ে শুরু হয় বিশেষ আলোচনা সভা। অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ভারত সেবাশ্রম সংঘ, মহিষাদল। তিনি পবিত্র আরত্রিক ও বেদমন্ত্র উচ্চারণের মাধ্যমে শ্রীশ্রী রামকৃষ্ণদেবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করেন এবং একই সঙ্গে মিশন আশ্রমের শুভাকাঙ্ক্ষী এবং ভক্তিমতী হলদিয়া নিবাসী শ্রীমতী রীনা বিশ্বাস, ইন্টেরিয়র ডিজাইনার মহোদয়া তার নিজ হাতে সযত্নে তৈরী করেছেন, এই ঘরোয়া ফ্রুটসকেক আজ শ্রীশ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে তাঁর উদ্দেশ্য নিবেদন করা হয়। এই অনুষ্ঠানে রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম হলদিয়ার সাধারণ সম্পাদক পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিবেকাত্মানন্দ (বিবেক মহারাজ) সভায় শ্রীশ্রী রামকৃষদেবের জীবন ও আদর্শ তুলে ধরেন। অনুষ্ঠান শেষে সমবেত রামকৃষ্ণ বন্দনা - " *রামকৃষ্ণ শরণং রামকৃষ্ণ শরণম্. রামকৃষ্ণ শরণং শরণ্যে "* পরিবেশিত হয়। বৈকালিক অনুষ্ঠান শেষে নেত্রালয়ের সকল কর্মীরা শ্রীশ্রী রামকৃষ্ণদেব, শ্রীশ্রী মা সারদাদেবী ও স্বামী বিবেকানন্দ এর রাতুল চরনে পুষ্পার্ঘ্য ও প্রনাম নিবেদন করেন এবং প্রসাদ গ্রহণ করেন। অনুষ্ঠানের শেষলগ্নে সন্ধ্যা ৬ টায় মিশন আশ্রম প্রাথনা সভা গৃহে শুরু হয় সন্ধ্যারতি ও বিশেষ প্রার্থনা সংগীত - " *খণ্ডন ভব বন্ধন জগ বন্দন বন্দি তোমায় নিরঞ্জন নর-রূপ-ধর নির্গুণ গুণময় "* এবং অবশেষে শেষে ভক্তিগীতি পরিবেশিত হয়। সান্ধ্যকালীন অনুষ্ঠানে সম্পাতিতে মিশন আশ্রম মানবিক উৎকর্ষ বিকাশ কর্মসূচীর ছাত্র - ছাত্রীরা যন্ত্রসংগীত সহকারে একযোগে হরিনাম সংকীর্তন করেন। সন্ধ্যা ৭ টায় পরমপুরুষ প্রেমময় শ্রীশ্রী রামকৃষ্ণদেবের ১৯০ তম জন্মতিথি উৎসব অনুষ্ঠানের সমাপ্তি হয় এবং পরিশেষে সকলকে শ্রদ্ধা ও ভক্তি সহকারে হাতে হাতে প্রসাদ প্রদান করা হয় এবং অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এই বিশেষ অনুষ্ঠানে রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম হলদিয়া সাধারণ সম্পাদক বিবেক মহারাজ বলেন - আগামীতে পরমপ্রেমময় শ্রীশ্রী রামকৃষ্ণদেবের ভাবধারা ও তাঁর বানী এবং জীবন প্রনালী আগামী প্রজন্মের শিশুদের কাছে বেশিবেশি করে বলা ও তাঁর জীবনের নানানদিক, চিন্তা প্রনালি সম্বলিত রচিত বই পড়ার অভ্যাস রাখা অতন্ত্য প্রাসঙ্গিক এবং জরুরি।
No comments