Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শিল্প শহরে নেপালের বিনিয়োগ

শিল্প শহরে নেপালের বিনিয়োগহলদিয়া বন্দরের উপর নতুন করে বাণিজ্যিক আস্থা বাড়ছে নেপালের। হলদিয়া বন্দরের মাধ্যমে নেপালে বিভিন্ন ধরনের পণ্য চলাচল বাড়তে শুরু করেছে। আগামীতে সেই পণ্য পরিবহণ কয়েকগুণ বাড়বে বলে বন্দর কর্তৃপক্ষকে আশ্বাস দিয়…

 


শিল্প শহরে নেপালের বিনিয়োগ

হলদিয়া বন্দরের উপর নতুন করে বাণিজ্যিক আস্থা বাড়ছে নেপালের। হলদিয়া বন্দরের মাধ্যমে নেপালে বিভিন্ন ধরনের পণ্য চলাচল বাড়তে শুরু করেছে। আগামীতে সেই পণ্য পরিবহণ কয়েকগুণ বাড়বে বলে বন্দর কর্তৃপক্ষকে আশ্বাস দিয়েছে নেপালের বাণিজ্য মন্ত্রক।  নেপালের বাণিজ্য মন্ত্রকের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল হলদিয়া বন্দর ঘুরে দেখার পর ওই আশ্বাস দেন। নেপালের বাণিজ্য মন্ত্রকের সচিব গোবিন্দ বাহাদুর কার্কে'র নেতৃত্বে এদিন ১০ সদস্যের এক প্রতিনিধি দল হলদিয়া ঘুরে দেখেন। গত বছর ৯ আগস্ট হলদিয়ায় এসেছিলেন নেপালের শিল্প ও বাণিজ্য মন্ত্রী দামোদর ভাণ্ডারির নেতৃত্বে ১৪ জনের এক প্রতিনিধি দল। আট মাসের মাথায় ফের নেপালের ওই শক্তিশালী টিমের হলদিয়া পরিদর্শন বন্দর বাণিজ্যের দিক থেকে খুবই তাৎপর্যপূর্ণ। নেপালের ওই প্রতিনিধি দল কলকাতা পৌঁছয়। ওইদিন তারা কলকাতা বন্দর ঘুরে দেখেন।

এরপর এদিন সকালে ওই দলটি হলদিয়া এসে পৌঁছয়। নেপালের বাণিজ্য সচিব ছাড়াও ছিলেন নেপালের কলকাতাস্থ কনসাল জেনারেল ঝাক্কা প্রসাদ আচারিয়া, যুগ্ম বাণিজ্য সচিব বিপিন আচারিয়া সহ ১০ জনের টিম। হলদিয়া বন্দর ও সংলগ্ন হুগলি নদীর উপর ইনল্যান্ড ওয়াটার ওয়েজের টার্মিনাল জেটি ঘুরে দেখেন তাঁরা। এরপর নেপালের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন বন্দর কর্তারা। এদিন দু'পক্ষের মধ্যে কয়েকটি বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান বন্দরের এক আধিকারিক। হলদিয়া বন্দরের মাধ্যমে নেপাল কন্টেনার কার্গো, ভোজ্য তেল এবং কয়লার মতো ড্রাই বাল্ক কার্গো আমদানি করে। নেপালের সিমেন্ট প্ল্যান্টের জন্য কয়লা নিয়ে যায় ওরা। তবে কয়েক বছর আগে নেপাল অন্ধ্রের বিশাখাপত্তনম বন্দর মারফৎ কন্টেনার পণ্য আমদানি রপ্তানি বেশি করছিল। হলদিয়া বন্দর কর্তৃপক্ষের দাবি, তারা বিশেষ উদ্যোগ নেওয়ার পর ফের হলদিয়ায় নেপালের ব্যবসা ফিরে এসেছে।

No comments