Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ছেলেবেলা বসন্ত উৎসব২০২৫

ছেলেবেলা বসন্ত উৎসব
ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। প্রকৃতিকে পলাশের পরশে উৎসব মুখরিত বসন্ত উৎসব। রঙের খেলা মানেই আবির, আর আবার সেই ছেলেবেলা সবই মনে পড়ে হোলি উৎসব বা রঙের উৎসব কে কেন্দ্র করে। ভারতীয় সংগীত ও সংস্কৃত পরিষদের পরিচালনা…

 



ছেলেবেলা বসন্ত উৎসব


ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। প্রকৃতিকে পলাশের পরশে উৎসব মুখরিত বসন্ত উৎসব। রঙের খেলা মানেই আবির, আর আবার সেই ছেলেবেলা সবই মনে পড়ে হোলি উৎসব বা রঙের উৎসব কে কেন্দ্র করে। ভারতীয় সংগীত ও সংস্কৃত পরিষদের পরিচালনা শ্রীকৃষ্ণপুর পূর্বপল্লী রঘুরামপুর সুতাহাটা ছেলেবেলা সংস্থার উদ্যোগে নাচে গানে কবিতায় পুরোটাই রঙ্গিন বসন্ত উৎসবে সংস্কৃতিক ও অনুষ্ঠান। ৩য় তম বসন্ত   উৎসব মঞ্চে আবৃত্তি সমবেত সংগীত নৃত্যানুষ্ঠান এছাড়াও ছিল অতিথিবরন দুঃস্থ ব্যক্তিদের বস্ত্র বিতরণ দুস্থ মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশুনোর সামগ্রী বিতরণ, স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিভাবান ছাত্র-ছাত্রীদের স্মারক ও গল্পের বই বিতরণ সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন একাডেমির অন্যতম কর্ণধার বিশ্বজিৎ কর ও দেবনারায়ন পড়ুয়া।

অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে বর্ণাঢ্য শোভাযাত্রা মধ্য দিয়ে মূল মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ।

No comments