Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়াতে ক্রীড়া সংস্কৃতি অনুষ্ঠান করবে এইচডি এ

হলদিয়া মেলার পরিবর্তে হলদিয়ায় খেলা হবে!হলদিয়াতে ক্রীড়া সংস্কৃতি অনুষ্ঠান করবে এইচডি এ। শিল্প সংস্কৃতিক শহর হলদিয়া। হলদিয়া পৌরসভা এবং হলদিয়া উন্নয়ন পর্ষদের যৌথ উদ্যোগে হলদিয়া মেলা অনুষ্ঠিত হতো হলদিয়া সংহতি ময়দানে সেই ম…

 



হলদিয়া মেলার পরিবর্তে হলদিয়ায় খেলা হবে!

হলদিয়াতে ক্রীড়া সংস্কৃতি অনুষ্ঠান করবে এইচডি এ। শিল্প সংস্কৃতিক শহর হলদিয়া। হলদিয়া পৌরসভা এবং হলদিয়া উন্নয়ন পর্ষদের যৌথ উদ্যোগে হলদিয়া মেলা অনুষ্ঠিত হতো হলদিয়া সংহতি ময়দানে সেই মেলা গত দু'বছর বন্ধ হয়ে রয়েছে সেই মেলার দ্বায়িত্ব কে নেবে, কখনো পৌরসভা কখনো এইচডি উপর উভয় উভয়ের উপর দোষারোপ করেছে অবশেষে মেলা না করে খেলা করার সিদ্ধান্ত নিলেন উন্নয়ন পর্ষদ । সাংবাদিক বৈঠক করে জানালেন তিন দিন ধরে হবে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান।৭-৯ এপ্রিল তিন দিন ধরে চলবে ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথম দিন হলদিয়া উন্নয়ন পর্ষদের নিজস্ব স্টেডিয়াম দুর্গাচকে ফুটবল খেলার মধ্য দিয়ে এই তিন দিনের অনুষ্ঠানের শুভ সূচনা হবে। আজকের হলদিয়া ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর উপস্থিত ছিলেন সি ইও সুধীর কুন্থম এছাড়াও অতিরিক্ত পুলিশ  অফিসার সহ অন্যান্য আধিকারিকবৃন্দ।


No comments