Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পরিবেশ রক্ষা, প্রাণী সংরক্ষণ, মাদক বিরোধী প্রচার, স্বচ্ছ ভারত গড়তে হলদিয়া থেকে কন্যাকুমারী পর্যন্ত সাইকেল র‍্যালি!

পরিবেশ রক্ষা, প্রাণী সংরক্ষণ, মাদক বিরোধী প্রচার, স্বচ্ছ ভারত গড়তে হলদিয়া থেকে কন্যাকুমারী পর্যন্ত সাইকেল র‍্যালি! ভারতীয় উপকূলের পরিবেশ সুরক্ষা,প্রাণী সংরক্ষণ পরিকল্পনার পাশাপাশি মাদক বিরোধী প্রচার, স্বচ্ছ ভারত গড়ার সচেতনতা …

 


পরিবেশ রক্ষা, প্রাণী সংরক্ষণ, মাদক বিরোধী প্রচার, স্বচ্ছ ভারত গড়তে হলদিয়া থেকে কন্যাকুমারী পর্যন্ত সাইকেল র‍্যালি!

 ভারতীয় উপকূলের পরিবেশ সুরক্ষা,প্রাণী সংরক্ষণ পরিকল্পনার পাশাপাশি মাদক বিরোধী প্রচার, স্বচ্ছ ভারত গড়ার সচেতনতা এবং দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি হিসেবে সাইক্লোথন করলো ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)। "সুরক্ষিত তট, সমৃদ্ধ ভারত"স্লোগান নিয়ে পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বকখালি থেকে ৭ মার্চ সকালে শুরু হয়েছে । 

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/_O19r6kiwvo

উপকূলে ১২০ কিলোমিটার পাড়ি দেওয়ার পর হুগলি নদীর পেরিয়ে ৭ মার্চের সন্ধ্যায় এটি হলদিয়ায় পৌঁছায় । ৮ মার্চ সকালে সাইক্লোথন হলদিয়ার হেলিপ্যাড মাঠে আনুষ্ঠানিকভাবে এটি ফের যাত্রা শুরু করে ।‌ এদিন পতাকা নেড়ে এই যাত্রার সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আইআরটিএসের পদস্থ কর্তা  দীপক ঝা । সিআইএসএফের ডিআইজি কে পি সিং, ডিআইজি কোস্টগার্ড (হলদিয়া হেডকোয়ার্টার)আনোয়ার খান, আইওসি হলদিয়া রিফাইনারি হেড, এক্সিকিউটিভ ডিরেক্টর অতনু সান্যাল, হলদিয়া ডক কমপ্লেক্সের জেনারেল ম্যানেজার (এম অ্যাণ্ড এস) প্রবীণ কুমার দাস, সিনিয়ার কমান্ড্যান্ট অজয় খাণ্ডেলওয়াল প্রমুখ উপস্থিত ছিলেন । ৮ মার্চ সন্ধ্যায় সাইক্লোসন দিঘায় গিয়ে পৌঁছবে । ৯ মার্চ সকালে উড়িষ্যার উদ্দেশ্যে তারা রওনা দেবেন । গুজরাট থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত ৬৫৫৩ কিলোমিটার লম্বা ভারতীয় উপকূল অঞ্চল । উপকূলে নিরাপত্তা এবং বিভিন্ন বিষয়ে সতর্কতা বাড়াতে সিআইএসএফের এটি প্রথম উদ্যোগ । পশ্চিম উপকূল এবং পূর্ব উপকূল ,দুটি সাইক্লোথনে ১৪ জন মহিলা সিআইএসএফ সহ রয়েছেন ১২৫ জন সিআইএসএফ জওয়ান । ৩১ মার্চ কন্যাকুমারী বিবেকানন্দ রকে তারা মিলিত হবেন । শিল্পশহর হলদিয়া থেকে সিআইএসএফ সাইক্লোথনের উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প শহরের বিভিন্ন আধিকারিক বহু মানুষজন এছাড়া বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা স্বাগত জানান।

No comments