ইফতার খেয়ে অসুস্থ ২০৫এখন চলছে পবিত্র রমজান মাস। মুসলিম সম্প্রদায়ের মানুষ এক মাস ধরে ব্রত পালন করেন। সারাদিন নির্জলা উপবাস থাকার পর সন্ধ্যের সময় ব্রত ভেঙে ইফতারের সামগ্রী খান।মহিষাদলে ইফতার পার্টির খাবার খেয়ে অসুস্থ প্রায় ৭০…
ইফতার খেয়ে অসুস্থ ২০৫
এখন চলছে পবিত্র রমজান মাস। মুসলিম সম্প্রদায়ের মানুষ এক মাস ধরে ব্রত পালন করেন। সারাদিন নির্জলা উপবাস থাকার পর সন্ধ্যের সময় ব্রত ভেঙে ইফতারের সামগ্রী খান।
মহিষাদলে ইফতার পার্টির খাবার খেয়ে অসুস্থ প্রায় ৭০ জন হলেও আজ প্রায় ২০৫ জন অসুস্থ হয়েছে। যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। জানা গেছে, গত সোমবার মহিষাদলের কাঞ্চনপুর গ্রামে একই সাথে ইফতার করেছিলেন প্রায় ১২০ জন। এরপর রাত থেকে মাথা ঘোরানো সহ একাধিক উপসর্গ দেখা যায় তাদের মধ্যে। এরই মাঝে মঙ্গলবার সকাল থেকে পুনরায় তারা রোজা রেখেছিলেন। এরপর মঙ্গলবার বিকেল থেকে ক্রমশ অসুস্থ হয়ে পড়েছেন ওই গ্রামের প্রায় ৭০ জন। বমি, মাথা ঘোরানো সহ একাধিক উপসর্গ নিয়ে বর্তমানে মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তারা। সূত্রের খবর এখনো পর্যন্ত প্রায় ২০-৫ জন অসুস্থ হয়েছে।কি কারনে এই ধরনের ঘটনা তাতে শোরগোল পড়েছে এলাকায়। ঘটনায় হাসপাতালে ছুটে আসেন মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক চক্রবর্তী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মানস পন্ডা সহ অন্যান্যরা।
No comments