শিল্প শহরের শ্রমিক বিক্ষোভ হলদিয়া শিল্পাঞ্চল এলাকা প্রায় দেখা যায় শ্রমিক বিক্ষোভ কোথাও সিওডি না হওয়া , সময়ে বেতন না দেওয়া, আবার শ্রমিকদের প্রতি আধিকারিকদের দুর্ব্যবহার । শ্রমিকরা শাসকদলের নেতৃত্বের কাছে গিয়েও কোন সুরাহা…
শিল্প শহরের শ্রমিক বিক্ষোভ
হলদিয়া শিল্পাঞ্চল এলাকা প্রায় দেখা যায় শ্রমিক বিক্ষোভ কোথাও সিওডি না হওয়া , সময়ে বেতন না দেওয়া, আবার শ্রমিকদের প্রতি আধিকারিকদের দুর্ব্যবহার । শ্রমিকরা শাসকদলের নেতৃত্বের কাছে গিয়েও কোন সুরাহা পাচ্ছে না।
পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া সিটি সেন্টার থেকে লিংক রোড যাওয়ার সময় ডানদিকেই বিপিসিএল এলপিজি ইমপোর্ট কারখানা রয়েছে সেখানে ক্যাজুয়ালে প্রায় ৬০ জন শ্রমিক রয়েছেন ।গত চার মাস ধরে তাদের বেতন ইএমআই সিস্টেমে দেওয়া হচ্ছে তাদেরকে না জানিয়ে তাদের বেতনের টাকা কেটে নেওয়া হচ্ছে। স্থানীয় শাসক দলের নেতৃত্বের কাছে গিয়েও কোন সুরাহা পায়নি। আজ সকাল থেকে কারখানার প্রোডাকশন অব্যাহত রেখেই গেটের সামনে অবস্থান বিক্ষোভ দেখালেন শ্রমিকরা। ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব সুশান্ত মালিকে ফোন করলে তিনি বলেন বিক্ষোভ হচ্ছে না বলেই অস্বীকার করেন। শ্রমিকদের এই বিক্ষোভ কে কোনো পাত্তাই দিলেন না। তিনি বলেন দুই-একজন গেটে দাঁড়িয়ে বিক্ষোভ দেখালেই সেটাই বিক্ষোভ হয় না । তাদের যে সমস্যাগুলো ছিল আমরা কন্ট্রাক্টার এবং ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করেছি সমস্যা মিটে গেছে। এই বিক্ষোভকে কটাক্ষ করেছেন বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ বিজলী তিনি বলেন শাসক দল শ্রমিক সংগঠন নেতৃত্ব দিচ্ছে শ্রমিকরা তাদের কাছে কিছু বললেই তাদেরকে পাত্তা দিচ্ছে না শ্রমিক নেতৃত্ব এবং কন্ট্রাক্টর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেই শ্রমিকদের তাদের অধিকার থেকে বঞ্চিত করছে। তিনি বলেন মাসের শুরুতেই নির্দিষ্ট তারিখেই তাদের বেতন দেয়া উচিত । যদি কোন টাকা কেটে নিতে হয় তাহলে সেই টাকা কেন কেটে নেওয়া হবে শ্রমিকদের নিয়ে আলোচনা করে করা উচিত। তাদের অর্জিত বেসিক বেতন থেকে কেনই বা কেটে নেওয়া হচ্ছে আমরা এই প্রথম শুনলাম ইএমআই সিস্টেমে তাদের বেতন দেওয়া হয়। শ্রমিকরা তাদের প্রাপ্য বেতন তার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
No comments