হলদিয়ায় মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে এগিয়ে পৌরসভা
স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করার জন্য রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত করার জন্য পদক্ষেপ নিয়েছেন। হলদিয়া পৌরসভার ২৯ টি ওয়ার্ডে প্রায় কয়েক হাজার স্বনির্…
হলদিয়ায় মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে এগিয়ে পৌরসভা
স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করার জন্য রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত করার জন্য পদক্ষেপ নিয়েছেন। হলদিয়া পৌরসভার ২৯ টি ওয়ার্ডে প্রায় কয়েক হাজার স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। আজ স্ট্রেট মিশন ম্যানেজার সোমা পাড়ুই হলদিয়া পৌর এলাকার বিভিন্ন মহিলাদের প্রকল্প ঘুরে দেখেন এবং হলদিয়া পৌরসভার প্রেস কর্নারে স্বনির্ভর গোষ্ঠী মহিলা সদস্যদের নিয়ে সভা করেন। তার আগেই হলদিয়া পৌরসভার বন বিষ্ণুপুর গ্রামে অবস্থিত মাতঙ্গিনী আবাসন ভবঘুরেদের জন্য সেটিও ঘুরে দেখেন । যদিও আম্ফানে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল মাতঙ্গিনী আবাসন তারপর থেকেই আবাসন টি বন্ধ হয়ে রয়েছে। যদিও আবাসন দ্রুততার সঙ্গে কাজ চলছে পুনরায় চালু হওয়ার অপেক্ষায় রয়েছেন। এছাড়াও মা ক্যান্টিন দুর্গাচকে রয়েছে মা ক্যান্টিন রান্না খাওয়া কিভাবে চলছে তা স্বচক্ষে দেখেন এবং পৌর এলাকার বেশ কয়েকটি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে সেগুলি ঘুরে দেখেন এবং পরে আগাম বসন্ত উৎসবে হোলির রঙে রাঙিয়ে আগামী দিনে মহিলাদের স্বনির্ভর করার জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত করার জন্য আহবান করলেন । সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন হলদিয়া পৌরসভার (স্বনির্ভর গোষ্ঠী)সিটি ম্যানেজার অনির্বান মাইতি।
No comments