Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বর্ষার পূর্বে পূর্ণ সংস্কারের দাবীতে জেলা শাসক ও জেলা পরিষদের সভাধিপতি অফিসে স্মারকলিপি পেশ

পূর্ব মেদিনীপুর জেলার কাঁসাই-কেলেঘাই-রূপনারায়ন প্রভৃতি নদী ও সোয়াদিঘী-গঙ্গাখালি সহ সমস্ত নিকাশী খাল আগামী বর্ষার পূর্বে পূর্ণ সংস্কারের দাবীতে জেলা শাসক ও জেলা পরিষদের সভাধিপতি অফিসে  স্মারকলিপি পেশ
পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত …

 




পূর্ব মেদিনীপুর জেলার কাঁসাই-কেলেঘাই-রূপনারায়ন প্রভৃতি নদী ও সোয়াদিঘী-গঙ্গাখালি সহ সমস্ত নিকাশী খাল আগামী বর্ষার পূর্বে পূর্ণ সংস্কারের দাবীতে জেলা শাসক ও জেলা পরিষদের সভাধিপতি অফিসে  স্মারকলিপি পেশ


পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত নিউ কাঁসাই-কেলেঘাই-রূপনারায়ন-হলদি প্রভৃতি নদী ও সোয়াদিঘী-গঙ্গাখালি সহ সমস্ত নিকাশী খালগুলি আগামী বর্ষার পূর্বে পূর্ণ সংস্কারের দাবীতে পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে আজ জেলা শাসক ও জেলা পরিষদের সভাধিপতির অফিসে ১১ দফা দাবী সম্বলিত স্মারকলিপি পেশ করা হয়। প্রতিনিধি দলে ছিলেন কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক,মধুসূদন বেরা, নিবাস মানিক প্রমুখ। 

            নারায়নবাবু অভিযোগ করে বলেন,গত বর্ষার পর পরই পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন জলনিকাশী  সমস্যা সমাধানে কিছু সদর্থক ভূমিকা গ্রহণ করলেও এখনো কোন নদী সংস্কারে হাত দেওয়া হয় নি। সোয়াদিঘি-গঙ্গাখালি-পায়রাটুঙি খাল সংস্কারে জেলা প্রশাসন হাত দিলেও কাজ খুবই ধীর গতিতে চলছে। খালের ভেতরে থাকা বনসৃজনের গাছ না কাটা সহ নানাভাবে খাল সংস্কারে কিছু স্বার্থানেষী মানুষ বাধা দিচ্ছে। মজে থাকা জেলার বাকী খালগুলি কবে পূর্ণাঙ্গ সংস্কার হবে তা ভুক্তভোগীরা বুঝে উঠতে পারছে না।  

        দাবীগুলির মধ্যে অন্যতম হোল-আগামী বর্ষার পূর্বেই সোয়াদিঘী,গঙ্গাখালি,পায়রাটুঙি,টোপা,দেনান,দেহাটী,শংকরআড়া,পুঁটিমারী,পানিনালা,জয়গোপাল,কামিনা,নরঘাট,দুনিয়ার খাল সহ জেলার সমস্ত নিকাশী খাল পূর্নাঙ্গ সংস্কার,সুষ্ঠুভাবে খাল সংস্কারের লক্ষ্যে সমস্ত নিকাশী খালের ভেতরে থাকা বনসৃজনের গাছগুলি অবিলম্বে কেটে নেওয়ার বন্দোবস্ত,পাশাপাশি বন্যা প্রতিরোধ কমিটির প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে তদারকি কমিটি গঠন,জেলা পরিষদের সংস্কার করা জঁফুলি,টোপা-ড্রেনেজ,মগরাজ সহ কয়েকটি ছোট খালের অবশিষ্টাংশও পূর্ণ সংস্কার,কেলেঘাই নদীর নিম্নাংশ নাঙ্গলকাটা থেকে ঢেউভাঙ্গা ও নিউ কাঁসাইয়ের ময়না রামচন্দ্রপুর থেকে পাঁশকুড়ার পারলঙ্কা পর্যন্ত নদী সংস্কার,রূপনারায়ণের কোলাঘাট লাগোয়া হাওড়া জেলার দিকে গজিয়ে ওঠা বিশাল পরিমাণ চর অপসারণ ও নদীর চরে বেআইনি হোটেল সহ বিভিন্ন নির্মাণ বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ,পূর্ব মেদিনীপুর জেলায় ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত কাজগুলি সুষ্ঠুভাবে রূপায়ণের লক্ষ্যে জেলা,মহকুমা ও ব্লকভিত্তিক মনিটরিং কমিটি গঠন,আগামী বর্ষার পূর্বেই কাঁসাই নদীবাঁধের ভেঙে যাওয়া অংশগুলি সিডিউল অনুসারে জরুরী ভিত্তিতে বাঁধ নির্মান,দেনান-দেহাটী,বারচৌকা,দুবদা বেসিন সহ সেচ দপ্তরের সমস্ত প্রকল্পগুলির অবিলম্বে পূর্ণাঙ্গ রূপায়ন,সোয়াদিঘী-গঙ্গাখালি-দেহাটি-দেনান সহ জেলার বিভিন্ন খাল ও নদীর সংযোগস্থলে লকগেটগুলির সাটার তোলা-ফেলার জন্য বৈদ্যুতিকীকরণের বন্দোবস্ত প্রভৃতি। 

          নারায়নবাবু জানান,সেচ ও জেলা পরিষদ সূত্রে জানা গেছে,সোয়াদিঘি-গঙ্গাখালি খনিজ দপ্তরের অধীনস্থ ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলাপমেন্ট ট্রেডিং কোম্পানি লিমিটেড(ডব্লিউ বি এম ডি টি সি এল) সংস্কার করবে নো কষ্ট পদ্ধতিতে। অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ ইতিমধ্যে একই পদ্ধতিতে পায়রাটুঙি,টোপা,বাসুয়া,মির্জাপুর,দেওয়ানখালী,জয়গোপাল,ফোর এ,ফোর বি খালগুলি সংস্কার করবার জন্য ওয়ার্ক অর্ডার ইস্যু করেছে।জঁফুলি,কামিনা,দেহাটি,সোয়াদিঘী ও কামিনা খালের নাসা খালগুলি সংস্কার করবার জন্য টেন্ডার প্রক্রিয়া চলছে।

No comments