বিদ্যুৎ গ্রাহকদের বিভিন্ন দাবীতে ১লা হইতে ৭ ই এপ্রিল সপ্তাহব্যাপী জেলার কাস্টমার কেয়ার সেন্টারগুলিতে বিদ্যুৎ গ্রাহক বিক্ষোভের ডাক সংবাদদাতা-নিলয় খালুয়া: বিদ্যুতের বেসরকারিকরণ ও স্মার্ট প্রিপেড মিটার লাগানো বন্ধ,বর্ধিত ফিক্সড ও ম…
বিদ্যুৎ গ্রাহকদের বিভিন্ন দাবীতে ১লা হইতে ৭ ই এপ্রিল সপ্তাহব্যাপী জেলার কাস্টমার কেয়ার সেন্টারগুলিতে বিদ্যুৎ গ্রাহক বিক্ষোভের ডাক
সংবাদদাতা-নিলয় খালুয়া: বিদ্যুতের বেসরকারিকরণ ও স্মার্ট প্রিপেড মিটার লাগানো বন্ধ,বর্ধিত ফিক্সড ও মিনিমাম চার্জ প্রত্যাহার, চাষের মরশুমে লাইন না কাটা,কৃষিতে বিনামূল্যে বিদ্যুৎ ও এল.পি.এস.সি.(জরিমানা) মুকুব,অন্যায়ভাবে লোডের ভিত্তিতে অতিরিক্ত সিকিউরিটি ডিপোজিট আদায় না করে গ্রাহকদের জমা রাখা সিকিউরিটির উপর আইনসম্মতভাবে সুদের টাকা ফেরত সহ বিদ্যুৎ গ্রাহকদের গুরুত্বপূর্ণ কতগুলি দাবী নিয়ে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ১ হইতে ৭ ই এপ্রিল সারা ভারত প্রতিবাদ সপ্তাহ পালনের ডাক দেওয়া হয়েছে। ওই কর্মসূচির প্রস্তুতিতে আজ ২৭ শে মার্চ,মেচেদা রোকেয়া হলে,অ্যাবেকার পূর্ব জেলা কমিটির এক বর্ধিত জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক জয়মোহন পাল। বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য নারায়ণ চন্দ্র নায়ক। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সমিতির জেলা সম্পাদক সম্পাদক শংকর মালাকার।
নারায়নবাবু তার বক্তব্যে ওই প্রতিবাদ সপ্তাহে জেলার সমস্ত কাস্টমার কেয়ার সেন্টারগুলিতে গ্রাহকদের উপরোক্ত দাবিতে স্মার্ট মিটার ও অ্যাডিশনাল সিকিউরিটি সংক্রান্ত নির্দেশের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করার আহ্বান জানান। সভায় কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রীকে গ্রাহকদের ৪ দফা দাবি সম্বলিত স্মারকলিপিতে সর্বস্তরের জনসাধারণের স্বাক্ষর সংগ্রহের উদ্দেশ্যে স্বাক্ষর সংগ্রহ অভিযানে সামিল হওয়ারও আবেদন জানানো হয়।
No comments