বিশ্ব নাট্য দিবস উদযাপন!
পূর্ব মেদিনীপুর জেলা মহিষাদল বিধানসভায় নাটশাল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত স না স নাট্যগোষ্ঠীর উদ্যোগে পালিত হল বিশ্ব নাট্য দিবস। নাটসাল ১ নম্বর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত মহালয় কক্ষে সন্ধ্যায় নাট্য দিবসে …
বিশ্ব নাট্য দিবস উদযাপন!
পূর্ব মেদিনীপুর জেলা মহিষাদল বিধানসভায় নাটশাল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত স না স নাট্যগোষ্ঠীর উদ্যোগে পালিত হল বিশ্ব নাট্য দিবস। নাটসাল ১ নম্বর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত মহালয় কক্ষে সন্ধ্যায় নাট্য দিবসে স না স নাট্যগোষ্ঠীর উদ্যোগে নাটক অধিবেশিত হয়। তাদের এবারের বার্তা দিকে দিকে নাটকের জয় গাঁথা পৌঁছে দেবার অঙ্গীকার নিয়ে নাট র্সাল গেঁওয়াখালি স না স এর উদ্যোগে বিশ্বনাট্য দিবস উদযাপন হয়।
প্রসঙ্গত আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট আইটি কর্তৃক ১৯৬১ সালে বিশ্ব থিয়েটার দিবসের প্রত্যাবর্তন হয় প্রত্যেক বছর ২৭ মার্চ আইটি কেন্দ্র সমূহ এবং আন্তর্জাতিক থিয়েটার কমিটির দিবসটি পালন করেন দিবসটি উদযাপন করতে বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক মঞ্চ নাটক অনুষ্ঠান প্রদর্শিত হয়। সেই থেকেই নাটক প্রেমীরা আজকের এই দিনটি উদযাপন করে থাকেন। হলদিয়া মহিষাদল পঞ্চায়েত সমিতির অন্তর্গত নাটর্সাল ১ নম্বর গ্রাম পঞ্চায়েত গেঁওয়াখালি এলাকায় আজকের এই নাট্যদিবস উদযাপিত হয় বহলা কক্ষ বহু নাট্য প্রেমীক আজকের এই দিবস উদযাপিত কালে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন......
No comments