মদ ও মাদকদ্রব্যের প্রসারের বিরুদ্ধে কোলাঘাট থানায় স্মারকলিপি পেশসংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক:কোলাঘাট থানা এলাকার বিভিন্ন স্থানে নূতন করে সরকারী মদের দোকানের লাইসেন্স দেওয়ার প্রতিবাদে, মাদকদ্রব্যের বন্ধ সহ এলাকায় সুস্থ সাংস্কৃতিক…
মদ ও মাদকদ্রব্যের প্রসারের বিরুদ্ধে কোলাঘাট থানায় স্মারকলিপি পেশ
সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক:কোলাঘাট থানা এলাকার বিভিন্ন স্থানে নূতন করে সরকারী মদের দোকানের লাইসেন্স দেওয়ার প্রতিবাদে, মাদকদ্রব্যের বন্ধ সহ এলাকায় সুস্থ সাংস্কৃতিক পরিবেশ বজায় রাখার দাবীতে আজ ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডি এস ও ,যুব সংগঠন এ আই ডি ওয়াই ও,মহিলা সংগঠন অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের কোলাঘাট ব্লক শাখার পক্ষ থেকে কোলাঘাট থানার ও.সি.'র নিকট ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশনে নেতৃত্ব দেন মহিলা সংগঠনের জেলানেত্রী প্রতিমা জানা, ছাত্র সংগঠনের জেলা সভাপতি শুভজিৎ অধিকারী,যুব সংগঠনের জেলা নেতা সঞ্জয় মান্না ও রমা দাস, মাধুরী ঘাঁটা ,গৌতম সামন্ত। ও সি রাজু কুন্ডু দাবীগুলির যৌক্তকতা স্বীকার করে প্রতিনিধিদলকে জানান,উপরোক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
No comments