Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া নটরাজ ডান্স এন্ড কালচারাল একাডেমি ২৮ তম বসন্ত উৎসব গুণী সংবর্ধনা

হলদিয়া নটরাজ ডান্স এন্ড কালচারাল একাডেমি ২৮ তম বসন্ত উৎসব গুণী সংবর্ধনা !পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শিক্ষা শহর হলদিয়া সেই শহরে প্রায় 2৮ তম বর্ষে সুস্থ-সংস্কৃতির পক্ষে হাজরামোড় নটরাজ ডান্স এন্ড কালচারাল একাডেমির সদস্যদের উপস্…

 



হলদিয়া নটরাজ ডান্স এন্ড কালচারাল একাডেমি ২৮ তম বসন্ত উৎসব গুণী সংবর্ধনা !

পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শিক্ষা শহর হলদিয়া সেই শহরে প্রায় 2৮ তম বর্ষে সুস্থ-সংস্কৃতির পক্ষে হাজরামোড় নটরাজ ডান্স এন্ড কালচারাল একাডেমির সদস্যদের উপস্থিতিতে নাচে গানে রঙের আবিরে বসন্ত উৎসব দুইদিন ব্যাপী উদযাপিত হয়। প্রথম দিন অর্থাৎ 12 ই মার্চ  উৎসবের শুভ সূচনা করেন স্বামী----এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ১৩ই মার্চ বসন্ত উৎসবের শুভ সূচনা হয় সকল অতিথি শুভানুধ্যায়ী এবং ছাত্র-ছাত্রীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা। দুর্গাচক হাজরা মোড় থেকে সিপিটি মার্কেট পর্যন্ত এই সুদৃশ্য বর্ণাঢ্য শোভাযাত্রা আট থেকে আশি সকলেই অংশগ্রহণ করেন। এবং শোভাযাত্রা দেখার জন্য রাস্তার  বহু মানুষ দাঁড়িয়ে উপভোগ করেন। শোভাযাত্রার পর মূল অনুষ্ঠান নটরাজ ডান্স এন্ড কালচারাল একাডেমীর প্রেক্ষাগৃহে  একাডেমির ছাত্র-ছাত্রী শুভানুধ্যায়ী অভিভাবক অভিভাবিকা সকলকে নিয়েই রংয়ের উৎসবে পলাশের শুভেচ্ছা জানানো হয়। একাডেমীর কর্ণধার  ছন্দা জানা ও উৎপল জানা তাদের পরিবারের সকলে উপস্থিতি পলাশ এবং আবির দিয়ে বরণ করে নেয় সকল অতিথিদের। একাডেমীর বহু ছাত্রী দেশ-বিদেশে রয়েছেন সেই প্রাক্তন ছাত্রীরাও উপস্থিত থেকে পলাশকে বাঁচানোর বার্তা দিলেন একাডেমীর কর্ণধার ছন্দা জানা এবং উৎপল জানার হাতে পলাশ গাছ তুলে দিলেন। উৎপল বাবু বলেন বড় দায়িত্ব গাছকে রক্ষা করার আমরা চেষ্টা করব এই গাছকে বাঁচিয়ে রাখা শ্রীমতি ছন্দা জানা পলাশ গাছ লাগানো এবং সুরক্ষিত করা পলাশ সংরক্ষণ করা বার্তা দিলেন উৎসব মঞ্চ থেকে।

No comments