দোল উৎসবে মেতেছে সারা জেলার মানুষ মহিষাদল প্রেস কর্নার ১৬ তম বর্ষে বসন্ত উৎসব ও গুণীজন সংবর্ধনা!
পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শিক্ষা ও সংস্কৃতির আর এক নাম মহিষাদল। সেই শহরে প্রায় ১৬ তম বর্ষে সুস্থ-সংস্কৃতির পক্ষে মহিষাদল প্রেস কর্…
দোল উৎসবে মেতেছে সারা জেলার মানুষ মহিষাদল প্রেস কর্নার ১৬ তম বর্ষে বসন্ত উৎসব ও গুণীজন সংবর্ধনা!
পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শিক্ষা ও সংস্কৃতির আর এক নাম মহিষাদল। সেই শহরে প্রায় ১৬ তম বর্ষে সুস্থ-সংস্কৃতির পক্ষে মহিষাদল প্রেস কর্নার (সাংবাদিকদের সংগঠন) সদস্যদের ব্যবস্থাপনায় নাচে গানে রঙের আবিরে বসন্ত উৎসব উদযাপিত হয়। ১৪ই মার্চ বসন্ত উৎসবের শুভ সূচনা হয় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে। সারা রাজ্যের বিভিন্ন সংস্কৃত সংস্থা নাচিয়ে গানে আবৃত্তি রঙে পুরোটাই রঙিন মহিষাদল আম্রকুঞ্জ রাজবাড়ীর বসন্ত উৎসবের ময়দান। মঞ্চে বিভিন্ন প্রশাসনিক আধিকারিক জেলা শাসক সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব এছাড়া আট থেকে আশি সকলের উপস্থিতিতে মহিষাদল প্রেস কর্নারের বসন্ত উৎসব নাচে গানে রঙে পুরোটাই রঙিন হয়ে উঠল এবং সন্ধ্যায় গুণীজন সংবর্ধনা সভার মধ্য দিয়ে।
No comments