উত্তেজিত ডাম্পারের ড্রাইভার টাটা অফিসারদের মারধরের....হলদিয়া বন্দরের টাটা অফিসের সামনেই ডাম্পার রাখা নিয়ে ঝামেলায় জড়িয়ে পড়ে ডাম্পার ড্রাইভার এবং টাটা কেমিক্যালসের অফিসার। ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/JdaoPJkO1F8সূ…
উত্তেজিত ডাম্পারের ড্রাইভার টাটা অফিসারদের মারধরের....
হলদিয়া বন্দরের টাটা অফিসের সামনেই ডাম্পার রাখা নিয়ে ঝামেলায় জড়িয়ে পড়ে ডাম্পার ড্রাইভার এবং টাটা কেমিক্যালসের অফিসার।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/JdaoPJkO1F8
সূত্রে জানা যায় হলদিয়া রানিচক বন্দর সংলগ্ন টাটা অফিস সেই অফিসের সামনেই এলোমেলো করে ডাম্পার রেখেছিল ড্রাইভাররা। অফিসাররা ডাম্পার ড্রাইভারদের ডাম্পার গুলো এক ধারে রাখার কথা বলতেই উত্তেজিত হয়ে পড়ে ড্রাইভাররা । উত্তেজিত ড্রাইভাররা টাটা অফিসের অফিসারদের মারধর করে বলে বিশেষ সূত্রে জানা যায়। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় হলদিয়া থানার পুলিশ। ঘটনাস্থল থেকে হলদিয়া থানার পুলিশ প্রায় দুজনকে আটক করেছে বলে সূত্রে জানা যায় কেন এই ধরনের ঘটনা ঘটলো সে নিয়ে তদন্তে নেমেছেন হলদিয়া থানার পুলিশ।
No comments