Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে ২২৪কোটি ৬৭লক্ষ ৩৫হাজার টাকার খসড়া বাজেট পেশ

পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে ২২৪কোটি ৬৭লক্ষ ৩৫হাজার টাকার খসড়া বাজেট পেশ
সোমবার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে ২২৪কোটি ৬৭লক্ষ ৩৫হাজার টাকার খসড়া বাজেট পেশ হল। এদিন জেলা পরিষদের সাধারণ সভায় ২০২৫-’২৬আর্থিক বর্ষের খসড়া বাজেট পেশ হয়। গত আ…

 


পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে ২২৪কোটি ৬৭লক্ষ ৩৫হাজার টাকার খসড়া বাজেট পেশ


সোমবার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে ২২৪কোটি ৬৭লক্ষ ৩৫হাজার টাকার খসড়া বাজেট পেশ হল। এদিন জেলা পরিষদের সাধারণ সভায় ২০২৫-’২৬আর্থিক বর্ষের খসড়া বাজেট পেশ হয়। গত আর্থিক বছরে জেলা পরিষদে বাজেটের পরিমাণ ছিল ২০৩কোটি ৫৩লক্ষ ৫৩হাজার টাকা। এবছর বাজেট ২১কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। অর্থ স্থায়ী সমিতির বাজেট ১৭কোটি ২০লক্ষ টাকা, জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির ২২কোটি, পূর্ত স্থায়ী সমিতির বাজেট ১কোটি ৫৫লক্ষ টাকা। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের গ্র্যান্ট থেকে বাজেট ধরা হয়েছে ৮৬কোটি ৮১লক্ষ টাকা। কেন্দ্রীয় সরকারের গ্র্যান্টে বাজেট ধরা হয়েছে ৫৮কোটি ৩২লক্ষ টাকা। অন্যান্য তহবিলে বাজেটের পরিমাণ ৩৭কোটি ৪৮লক্ষ টাকা। এদিন খসড়া বাজেট উপলক্ষ্যে সাধারণ সভার মিটিং চলাকালীন তৃণমূল ও বিজেপি সদস্যদের মধ্যে বচসা থেকে উত্তেজনা তৈরি হয়। জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইত বলেন, একাধিক স্থায়ী সমিতিতে বাজেটের পরিমাণ ১০-২০লক্ষ টাকা। মৎস্য স্থায়ী সমিতির বাজেট মাত্র ১০লক্ষ টাকা, শিশু ও নারী কল্যাণ স্থায়ী সমিতি, খাদ্য ও সরবরাহ স্থায়ী সমিতিতে বাজেট মাত্র ১০লক্ষ টাকা করে। শিক্ষায় বরাদ্দ মাত্র ৫০লক্ষ টাকা, কৃষিতে বরাদ্দ মাত্র ৫০লক্ষ টাকা। উন্নয়নের কোনও দিশা নেই। তাই নামমাত্র অর্থ বরাদ্দ করা হয়েছে।

জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক বলেন, কেন্দ্রীয় সরকার প্রতিটি ক্ষেত্রে রাজ্যের সঙ্গে আর্থিক বঞ্চনা করে চলছে। শিক্ষা, স্বাস্থ্য এবং খাদ্যে কেন্দ্রের আর্থিক সহায়তা আসে। বিগত কয়েক বছর সেই খাতেও বঞ্চনার শিকার রাজ্য। একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র। বিজেপির নির্বাচিত সদস্যরা কেন্দ্রের কাছ থেকে প্রাপ্য টাকা আনার দাবিতে আমাদের লড়াইয়ের শরিক হলে জেলায় উন্নয়নে আরও গতি আসবে।

No comments