মহিষাদল আম্র কুঞ্জবনে ১৬ তম বসন্ত উৎসবের স্মরণিকা প্রচ্ছদ প্রকাশ
হলদিয়া বন্দরঃ বাঙালি বারো মাসের তেরো পার্বণ। তার অন্যতম পার্বন শেষ হয় বসন্ত উৎসব বা হোলি দিয়ে। বাংলা বছর শেষের আগে রঙের উৎসবে মেতে উঠেন প্রতিটা বাঙালির জীবনে আলাদ…
মহিষাদল আম্র কুঞ্জবনে ১৬ তম বসন্ত উৎসবের স্মরণিকা প্রচ্ছদ প্রকাশ
হলদিয়া বন্দরঃ বাঙালি বারো মাসের তেরো পার্বণ। তার অন্যতম পার্বন শেষ হয় বসন্ত উৎসব বা হোলি দিয়ে। বাংলা বছর শেষের আগে রঙের উৎসবে মেতে উঠেন প্রতিটা বাঙালির জীবনে আলাদা এক রঙিন ছোঁয়া নিয়ে আসে বসন্ত উৎসব।ফুল ফুটুক না ফুটুক আজও বসন্ত; বসন্ত উঁকি ঝুঁকি দিচ্ছে আর কয়েকদিন পরেই রংয়ের খেলায় দোল পূর্ণিমাতে মেতে উঠবে আবাল বৃদ্ধ বনিতা। ১৩ ই মার্চ দোল পূর্ণিমা নেড়াপড়ানো দিন। ১৪ ই মার্চ বসন্ত উৎসব, জানা গিয়েছে শান্তিনিকেতনে বসন্ত উৎসব নির্দিষ্ট দিনে হচ্ছে না, বসন্ত উৎসব হবে দুই দিন আগে।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/9Kw7Qn4fHNI
শান্তি নিকেতনে বসন্ত উৎসব হলেও সকলেই কিন্তু যেতে পারেনা। আর তার জন্যই জেলা উৎসব মানেই মহিষাদল প্রেস কর্নারে বসন্ত উৎসব সকলের নজর কাড়ে। শান্তি নিকেতনে দোল উৎসবে মেতে ওঠার পরে। দোল পূর্ণিমার রঙের খেলায় মেতে উঠবে মহিষাদল রাজ পরিবারের বাগান আম্রকুঞ্জে। শান্তিনিকেতনের আদলে দোল উৎসব প্রতি বৎসর পালিত হয় পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল সাংস্কৃতিকএর পিঠস্থান রাজবাড়ী আম্রকুঞ্জ বাগানেই হবে সাংবাদিকদের সংগঠন মহিষাদল প্রেস কর্নারে উদ্যোগে ১৬ তম রঙের উৎসব, মনের উৎসব বসন্ত উৎসব।
ফেসবুকে ভিডিও দেখতে ক্লিক করুন
https://www.facebook.com/share/v/1AKTUqzB3f/
মহামারী কোভিড বন্ধ করতে পারেনি মহিষাদল প্রেস কর্নারের বসন্ত উৎসব। মহামারিকে জয় করে সরকারি নিয়ম মেনে বসন্ত উৎসবে মানুষ উপস্থিত হয়েছিলেন। সেই বসন্ত উৎসব অব্যাহত রয়েছে। গত বছর বসন্ত উৎসবে মহিষাদল আম্রকুঞ্জ বনে লক্ষাধিক মানুষের ঢল নেমেছিল। সে কথা মাথায় রেখে বসন্ত উৎসব কমিটি এ বছর তারা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। রংয়ের উৎসব বসন্ত উৎসব সকলের প্রাণের উৎসব যেন হয়ে উঠুক। এই ভাবনাকে মাথায় রেখে এবারে প্রথম "আবির বই" প্রচ্ছদ,প্রকাশ করলেন উৎসব কমিটির সভাপতি ও সম্পাদক ও অন্যান্য সদস্য ও সাংবাদিক সকলে মিলে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উৎসব কমিটির সভাপতি সুব্রত চক্রবর্তী এবং সম্পাদক ভোলানাথ বিজলী, সঞ্জীব দুবে, রঞ্জন মাইতি, জানান সারা বাগান ঘিরে থাকছে ৪০ টি সিসি ক্যামেরা। আমবাগানে আসার জন্য একটি রাস্তা রয়েছে আরও একটি বিকল্প রাস্তা করার কথা জানান।উৎসব সকলের তাই প্রাণের উৎসবকে আরো প্রাণ উজ্জ্বল করার জন্য ১৪ ই মার্চ উৎসবের ১৬তম বর্ষের খুঁটি পূজার মধ্য দিয়ে তার প্রস্তুতি পর্ব শুরু হয়েছে। যদিও এই উৎসবকে ঘিরে সারা বছর ধরে চলে পরিকল্পনা। কারণ সারা রাজ্যের মানুষ এখন তাকিয়ে থাকে বসন্ত উৎসবের আরেক নাম মহিষাদল প্রেস কর্নারের বসন্ত উৎসব। এবারের উৎসবে সারা রাজ্যের প্রায় ২৪ টি সংস্থা আসছেন কলকাতা বেহালা, কসবা মহেশতলা, উত্তর ও দক্ষিণ ২৪পরগনার পানিহাটি, বারইপুর ,হাওড়া সালকিয়া, হুগলী সহ নানান প্রান্ত থেকে প্রায় ৩০০ জন শিল্পী অংশগ্রহণ করবেন।আবৃত্তি, নৃত্য ও সঙ্গীতে মাতিয়ে দিবে রংয়ের উৎসব বসন্ত উৎসব।
এবারে থাকছে আলাদা চমক ! শিল্পীদের নিয়ে নাচে গানে আবৃত্তিতে জমজমাট অনুষ্ঠানের আয়োজন করেছেন মহিষাদল প্রেস কর্নার বসন্ত উৎসব কমিটি। বসন্ত উৎসবের স্মরণিকায় থাকবে সারা রাজ্যের ও জেলার কবি সাহিত্যিক দের লেখা "আবির "প্রকাশিত হবে উৎসব মঞ্চে।
আজ সাংবাদিক সম্মেলনে "আবির স্মরণিকা" প্রচ্ছদ প্রকাশিত হলো।প্রত্যেক বছরের মতো এ বছরও থাকছে জেলার বিভিন্ন পেশায় যুক্ত এগিয়ে আসা মানুষদের সম্বর্ধনা সভা। রাতের অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে থাকবেন ফোক ব্যাণ্ড" রং তুলি" । থাকছে গুণীজন সংবর্ধনা সভা।২ রা মার্চ সাংবাদিকদের মুখোমুখি হলেন মহিষাদল পেশ কর্নারের সভাপতি সুব্রত চক্রবর্তী সম্পাদক ভোলানাথ বিজলী সঞ্জীব দুবে রঞ্জন মাইতি বিটন চক্রবর্তী। কোষাধ্যক্ষ মানস জানা ও প্রেস কর্নারের কার্যকরী সকল সদস্যবৃন্দ। আজ থেকে শুরু হয়ে গেল মহিষাদল বসন্ত উৎসব নাচে গানে পুরোটাই রঙিন কাউন্টডাউন।
নিত্য নতুন খবর পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন
WhatsApp channel link - https://whatsapp.com/channel/0029VaCqqNUGk1FyEgWxaZ2r
No comments