Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কাঁথি সাংগঠনিক সভায় ভুতুড়ে ভোটার খোঁজার দলীয় কর্মীদের নির্দেশ

তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কাঁথি সাংগঠনিক সভায় ভুতুড়ে ভোটার খোঁজার দলীয় কর্মীদের নির্দেশবিজ্ঞাপন

আমাদের সকলের প্রিয় নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় গত পরশু নেতাজি ইনডোর স্টেডিয়ামে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের …

 তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কাঁথি সাংগঠনিক সভায় ভুতুড়ে ভোটার খোঁজার দলীয় কর্মীদের নির্দেশ

বিজ্ঞাপন



আমাদের সকলের প্রিয় নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় গত পরশু নেতাজি ইনডোর স্টেডিয়ামে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের সহকর্মীদের নিয়ে মিটিং করেছেন, তার নির্দেশ অনুযায়ী আজকে পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই সভার আমরা আয়োজন করেছিলাম, আমাদের নেত্রী যা বার্তা দিয়েছেন তা কর্মীদের কাছে পৌঁছে দিয়েছি, আগামী কয়েক দিন ধরে কাঠি সাংগঠনিক জেলার যে ১৪ টা ব্লক সেই ব্লকে ব্লকে গিয়ে আমরা সহকর্মীদের নিয়ে বসে, ভুতুড়ে ভোটার নির্বাচন কমিশনের সহযোগিতায় বিজেপি ভোটার লিস্টে নাম ঢুকিয়েছেন, সে সম্পর্কে আমরা বিস্তার আলোচনা করব। ভুতুড়ে ভোটার খুঁজে পেলে আমরা অফিসিয়ালি কমপ্লেন করব বলে দাবি করেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পিজুস কান্তি পণ্ডা। শনিবার কাঁথি শহরে এক বেসরকারি প্রেক্ষাগৃহে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা তৃণমূল সভাপতি পিজুস কান্তি পণ্ডা বলেন,

ভুতুড়ে ভোটার আমাদের কাছে ধরা পড়েছে বলেই আমরা এই বিষয়টা নিয়ে আলোচনায় নেমেছি , দিল্লি বিধানসভা নির্বাচনে প্রায় চার লক্ষ ভোটার এসে পৌঁছালো, একটা রাজনৈতিক দল যে ভালো কাজ করছিল তাকে পলিসি করে হারিয়ে দেওয়া হলো, চিটিং করে হারিয়ে দেওয়া হল, ভারতবর্ষের গণতন্ত্রকে দুর্বল করার জন্য ভারতীয় জনতা পার্টি কঠোর পরিশ্রম করছে , তাদের ক্ষমতা চাই , তারা আরো বেশি করে ক্ষমতা বান হওয়ার চেষ্টা করছে, 

মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বাংলার নেত্রী নয় ভারতবর্ষের নেত্রী ফলে সব সমস্যা আগে নেত্রী ধরে ফেলান, ভুয়া ভোটার ধরার পরে মুখ্যমন্ত্রী তাদের কর্মীদের বার্তা দিয়েছেন এটা নিয়ে আলোচনা করার জন্য, যতজন সরকারি আধিকারি আছে তারা সবাই তৃণমূল কংগ্রেস করেন না, তারা অন্য দল থেকে প্রভাবিত হয়ে এইসব কাজ করলেও করতে পারে, ও ভোটারের পিছনে পুরোপুরি রাজনৈতিক চক্রান্ত আছে, 

এখন আমাদের কাজ কোথায় কোথায় ভুতুড়ে ভোটার ঢুকে গেছে সেইগুলো ধরে আমাদের দলের কাছে পৌঁছে দেওয়া। এদিনের সভায় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান, হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোর্তিন্ময় কর, দলের আইএনটিটিইউসি'র জেলা সভাপতি বিকাশ চন্দ্র বেজ, দলের মহিলা সভানেত্রী রিজিয়া বিবি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অপর্ণা ভট্টাচার্য প্রমুখ।

No comments