তমলুক শহরে বিন্দুবালা ট্রেডিং এ পূনরায় উন্মোচিত হল জাওয়া ৪২এফ জে মডেল মোটরবাইক
পূর্ব মেদিনীপুর জেলা সদর তমলুক শহরে নতুন ফিচার জাওয়া ৪২এফজে মডেল উন্মোচন হল। গত অক্টোবর মাসে ই উন্মোচিত হয়েছিল সারা ভারতবর্ষে ন্যায় রাজ্যে। পুনরায…
তমলুক শহরে বিন্দুবালা ট্রেডিং এ পূনরায় উন্মোচিত হল জাওয়া ৪২এফ জে মডেল মোটরবাইক
পূর্ব মেদিনীপুর জেলা সদর তমলুক শহরে নতুন ফিচার জাওয়া ৪২এফজে মডেল উন্মোচন হল। গত অক্টোবর মাসে ই উন্মোচিত হয়েছিল সারা ভারতবর্ষে ন্যায় রাজ্যে। পুনরায় জাওয়া ৪২ এফ জে মডেল সারা রাজ্যের সাথে তমলুক মানিক তলা বাস স্টপেজে কাছে বিএস এ বিন্দু বলার ট্রেডিং প্রাইভেট লিমিটেড জাওয়া৪২ এফ জে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সাথে একই সঙ্গে উন্মোচিত হলো দ্বিতীয়বার।
নতুন আশ্চর্যজনক ফিচার, রং মাতানো কালার জাওয়া৪২ এফ জে, দুর্দান্ত মাইলেজ সকলের মন জয় করেছে এফ জে মডেল মোটরবাইক, ।
বিন্দু বালা ট্রেডিং প্রাইভেট লিমিটেড ডাইরেক্টর রমেশ সাঁতরা জানালেন সব রকমের মডেল তাদের শোরুমে রয়েছে। কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার, দেখার জন্য সকলের সাদর আহ্বান। সেলস ম্যানেজার সৌমিত্র মান্না জানান জাওয়া ৪২এফ জে পাঁচ রকমের রংয়ের মডেল এই মুহূর্তে রয়েছে। এই মুহূর্তে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে উন্মোচিত হচ্ছে, তারই সাথে তমলুকে ও একইসঙ্গে এই মডেলের উন্মোচিত হল । তবে পশ্চিমবঙ্গে অর্থাৎ রাজ্যে গত অক্টোবর মাসে এটি লঞ্চ হয়েছিল। মানুষের মধ্যে বিপুল সাড়া পড়েছে। এই মুহূর্তে ক্রাইসিসে রয়েছে গাড়ি, বুকিং চলছে বিভিন্ন কোম্পানির ফিন্যান্সের ব্যবস্থা রয়েছে বলে জানালেন। তমলুক বিএসএ বিন্দু বালা ট্রেডিং প্রাইভেট লিমিটেড কর্ণধার রমেশ সাঁতরা।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/KJf19wW9UDY
আজকের নতুন করে কাস্টমারদের চাহিদার কথা মাথায় রেখে নতুনভাবে আজকের জাওয়া৪২ এফ জে মডেল উন্মোচিত হলো বিন্দুবালা ট্রেনিং এ। তুহিন ভট্টাচার্য ওয়েস্ট বেঙ্গল জাওয়া ইয়াজদি এরিয়া সেলস ম্যানেজার তিনি জানালেন এই জেলায় রয়েছে তমলুক, কাঁথি, ঘাটাল এবং খড়্গপুরে শোরুম সেখান থেকেও এই মোটরবাইক নিতে পারবেন। রয়েছে হোম ডেলিভারি সুযোগ। এই শোরুমে কয়েকজন মহিলাও কাজ করেন তারও সুরক্ষিতভাবে কাজ করছেন বলেও সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন। আজ উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন জাওয়া ইয়াজদি রাজ্যের এরিয়া সেলস ম্যানেজার তুহিন ভট্টাচার্য উপস্থিত ছিলেন বিন্দুবালা ট্রেনিং কর্ণধার রমেশ সাঁতরা, এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ মাইতি, সেলস ম্যানেজার সুরজিৎ মান্না প্রমূখ।
আজ কেক কে বেলুন ফাটিয়ে উৎসবের মেজাজে নতুন ভাবে জাওয়া৪২ এফ জে মডেল তমলুক শহরে মানিকতলা থেকে মেছাদা গামী বাঁদিকে রাস্তার ধারে তমলুক বিন্দুবালা ট্রেডিং এ উন্মোচিত হয় জাওয়া এফ জে মডেল।
No comments