Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স এ্যাসোসিয়েশন আহবানে বিদ্যুৎ গ্রাহক কনভেনশন

অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স এ্যাসোসিয়েশন আহবানে বিদ্যুৎ গ্রাহক কনভেনশনবিদ্যুৎ বর্তমান জনজীবনের সঙ্গে সংস্পৃক্ত হয়ে আছে। বর্তমান মানব সভ্যতার সকল ক্ষেত্রে জুড়ে যেমন কলকারখানা খনি টেলিযোগাযোগ রেল কৃষি শিক্ষা চিকিৎসালয় …

 

 অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স এ্যাসোসিয়েশন আহবানে বিদ্যুৎ গ্রাহক কনভেনশন

বিদ্যুৎ বর্তমান জনজীবনের সঙ্গে সংস্পৃক্ত হয়ে আছে। বর্তমান মানব সভ্যতার সকল ক্ষেত্রে জুড়ে যেমন কলকারখানা খনি টেলিযোগাযোগ রেল কৃষি শিক্ষা চিকিৎসালয় গৃহস্থালিত দোকানপাট গ্রামীণ নানান ধরনের শিল্প প্রভৃতি দৈনন্দিন প্রতিটি ক্ষেত্রেই বিদ্যুতের উপর নির্ভর করে দাঁড়িয়ে রয়েছে সকলেই। স্বাধীনতার পর প্রথম বিদ্যুৎ আইন ১৯৪৮ এ বিদ্যুৎ কে একটি পরিষেবা হিসেবে নোলক নো প্রফিট দেখানো হয়েছিল। অর্থনীতি নয়া শিল্পনীতি বিশ্বায়নের নীতির মধ্যে দিয়ে বেসরকারি ব্যাক্তি মালিকাদের এই শিল্পের অনুপ্রবেশ শুরু হয়। এই প্রতিক্রিয়া কে মিশ্রণ করতে নতুন করে তৈরি হয় বিদ্যুৎ আইন ২০০৩। যার মূল কথা হলো বিদ্যুৎ আর পরিষেবা থাকল না। পরিণত হলো লাভজনক  পণ্যে। দিনে দিনে বিদ্যুতের চাহিদা বেড়েছে চাহিদা পূরণে কেন্দ্রে সরকার এই টাটা বিটলা গোয়েঙ্কা, বিভিন্ন বড় বড় কোম্পানির স্বার্থে নিয়ে এসেছে বিদ্যুৎ আইন সংশোধনী বিল ২০২২। এই বিল সংসদে পেশ হয়েছে এখনো তা পাস হয়নি কিন্তু তার প্রয়োগ হয়েছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অজুহাতে। যেমন স্মার্ট প্রিপেইড মিটার টি ও ডি সিস্টেমে বিল রাজ্যের গ্রাহকদের উপর ফিক্সড চার্জ মিনিমাম চার্চ ডিসকানেক্টসন চার্জ বৃদ্ধি সিকিউরিটি আদায় করা এইসব এই কর্মসূচির মূল অঙ্গ। বর্তমান রাজ্য সরকার একই নীতি নিয়ে চলছে। বর্তমানে জনজীবনে নাভিশ্বাস হয়ে উঠেছে এই বিদ্যুৎ বিল নিয়ে। রাজ্য রাজ্যে সকল স্তরের বিদ্যুৎ গ্রাহকদের এই আক্রমণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে একই কনভেনশনের আহ্বান করা হয়েছিল ২২শে ফেব্রুয়ারি চকদ্বীপা মক্তব প্রাথমিক বিদ্যালয়। প্রায় দুই শতাধিক মানুষ এই কনভেনসনে উপস্থিত ছিলেন। এই কনভেনসারের চক শাখার অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার এসোসিয়েশন এ বি সি এ একটি শাখা কমিটি গঠন করা হয়। জানালেন প্রস্তুতি কমিটির কনভেনার সুকুমার দাস।

No comments