Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেচেদায় ফুটবল প্রতিযোগিতা

মেচেদায় ফুটবল প্রতিযোগিতা
মেচেদা কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ছাত্রদের নিয়ে কিংবদন্তি ফুটবল খেলোয়াড় গোষ্ঠ পাল স্মরণে ১২ টি দলের আমন্ত্রিত ফুটবল প্রতিযোগিতা হয়  মেচেদার নবীন সংঘের মাঠে। অ্যাসোসিয়েশনের সম্পাদক ডাঃ কালি শংকর পা…

 



মেচেদায় ফুটবল প্রতিযোগিতা


মেচেদা কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ছাত্রদের নিয়ে কিংবদন্তি ফুটবল খেলোয়াড় গোষ্ঠ পাল স্মরণে ১২ টি দলের আমন্ত্রিত ফুটবল প্রতিযোগিতা হয়  মেচেদার নবীন সংঘের মাঠে। অ্যাসোসিয়েশনের সম্পাদক ডাঃ কালি শংকর পাত্র বলেন,আজকের এই ফুটবল প্রতিযোগিতায় খেলা পরিচালনা করেন চাঠরা কুঞ্জরানী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক বিক্রম হেমব্রম। প্রতিযোগিতার কর্মসূচিতে উপস্থিত ছিলেন দাঁড়িয়ালা ভীমচরন হাইস্কুলের প্রধান শিক্ষক পূর্ণেন্দু বিকাশ পাত্র,ডহরপুর হাইস্কুলের শিক্ষক বিপ্লব মন্ডল সহ এলাকার বহু ক্রীড়াপ্রেমী মানুষজন।এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশানের সভাপতি গণেন রায়, সহ-সভাপতি ডাঃ বিশ্বনাথ পড়িয়া।

 ট্রাইবেকারে  ৫----৪ গোলে চ্যাম্পিয়ন হয়েছে গুলুরিয়া  ফুটবল একাডেমি টিম। রানার্স হয়েছে চাঠরা কুঞ্জরানী বানীভবন বিদ্যালয়ের টিম। আগামী ২৩ শে মার্চ ভগৎ সিং এর আত্মবলিদান দিবসে পুরস্কার বিতরণী সভা হবে। 

No comments