আর্য সন্তান সংঘের রুবি জয়ন্তী উৎসব উদযাপন
সুতাহাটা স্বাধীনতা সংগ্রামীর পিঠস্থানে মহা শিবরাত্রি তে পালিত হলো রুবি জয়ন্তী বর্ষ আর্য সন্তান-সঙ্ঘের চল্লিশ তম বর্ষ। পূর্ব মেদিনীপুর জেলার স্বাধীনতার সংগ্রামের অন্যতম পীঠস্থান সুতাহাটা…
আর্য সন্তান সংঘের রুবি জয়ন্তী উৎসব উদযাপন
সুতাহাটা স্বাধীনতা সংগ্রামীর পিঠস্থানে মহা শিবরাত্রি তে পালিত হলো রুবি জয়ন্তী বর্ষ
আর্য সন্তান-সঙ্ঘের চল্লিশ তম বর্ষ। পূর্ব মেদিনীপুর জেলার স্বাধীনতার সংগ্রামের অন্যতম পীঠস্থান সুতাহাটা। শিল্প শহর নন্দরামপুর অবস্থিত আর্য সন্তান সংঘ তাদের ৪০ তম বর্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চিন্তন বৈঠক, চিত্রাংকন, বৈদিক শান্তি, বস্ত্র বিতরণ এবং শিবচতুর্দশীর মহা শিবরাত্রি ব্রত পালন এছাড়া ও ১৪ই ফাল্গুন ২৭শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিভিন্ন অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ছদ্মবেশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান উক্ত সভায় উপস্থিত ছিলেন সুতাহাটা বিধান সুতাহাটা স্বাধীনতা সংগ্রামী এলাকায় বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং আর্য সন্তানসঙ্ঘের শুভানুধ্যায় বৃন্দ হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে জানালেন সংস্থার অন্যতম কর্ণধার শিক্ষক রূপনারায়ণ মাঝি।
No comments