হ্যাপি হ্যান্ড ট্রাস্টের উদ্যোগে ইন্টার স্কুল ফুটবল প্রতিযোগিতা হলদিয়া শিল্পশহর দুর্গাচক স্টেডিয়ামে কয়েকটি স্কুলের ছাত্রদের নিয়ে ইন্টার স্কুল ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পঁচিশে ফেব্রুয়ারি সকাল থেকে বাংলার বাঙালি খেলা ফ…
হ্যাপি হ্যান্ড ট্রাস্টের উদ্যোগে ইন্টার স্কুল ফুটবল প্রতিযোগিতা
হলদিয়া শিল্পশহর দুর্গাচক স্টেডিয়ামে কয়েকটি স্কুলের ছাত্রদের নিয়ে ইন্টার স্কুল ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পঁচিশে ফেব্রুয়ারি সকাল থেকে বাংলার বাঙালি খেলা ফুটবল সেই ফুটবলের আসর বসে হলদিয়া দুর্গাচক স্টেডিয়ামে। প্রায় আটটি স্কুল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পুরো স্টেডিয়াম ফুটবল খেলা দেখার জন্য দর্শক পরিপূর্ণ হয়ে ওঠে যত বেলা বাড়ে ততই খেলার উত্তেজনার পারদ বেড়ে উঠে। প্রায় বেলা পাঁচটা পর্যন্ত এই খেলা অনুষ্ঠিত হয় । দর্শক ছিল পরিপূর্ণ স্টেডিয়াম ময়দানে। সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার এবং চারা গাছ তুলে দেওয়া হয়। বিশিষ্ট সমাজসেবী সত্য শংকর শাহু, সমাজসেবী আব্দুল সামাদ,অশ্বিনী রহমান হ্যাপি হ্যান্ড ট্রাস্টে অন্যতম কর্ণধার ট্রাস্টের সকল সদস্য সদস্য এবং শুভানুধ্যায়ী বৃন্দ সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন ট্রাস্টের সভাপতি রাষ্ট্রের কর্ণধার, বিশিষ্ট সমাজসেবী সত্য শঙ্কর শাহু, এবং মহিলা দর্শক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মনিমালা করন, ইন্টার স্কুল প্রতিযোগিতায় ফুটবল খেলার চ্যাম্পিয়ান হলেন হলদিয়া বিবেকানন্দ গভমেন্ট পনস্ড রানিচক এবং রানার্স হয়েছেন চকদ্বীপা হাই স্কুল । পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী বিমল মাঝী এবং হলদিয়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শামীম আখতার প্রমূখ।
No comments