স্কুলের ছাত্রীদের সুস্বাস্থ্যের কথা ভেবে শিল্প সংস্থার উদ্যোগে ইন্টার স্কুল অ্যানুয়াল স্পোর্টস 2025 পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শিক্ষা সংস্কৃতির শহর হলদিয়া শিল্প শহরে চারটি প্রাথমিক এবং চারটি হাইস্কুলে প্রায় তিন শত ছাত্র-ছাত্র…
স্কুলের ছাত্রীদের সুস্বাস্থ্যের কথা ভেবে
শিল্প সংস্থার উদ্যোগে ইন্টার স্কুল অ্যানুয়াল স্পোর্টস 2025
পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শিক্ষা সংস্কৃতির শহর হলদিয়া শিল্প শহরে চারটি প্রাথমিক এবং চারটি হাইস্কুলে প্রায় তিন শত ছাত্র-ছাত্রীদের নিয়ে অ্যাথলেটিক্স এবং ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দোরো রাজরামপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে।
ALIG Educational and welfare Society .
TATA Power এর CSR Patner যৌথ উদ্যোগে
সকাল থেকে চলে বিভিন্ন ধরনের অ্যাথলেটিক্স প্রতিযোগিতা এবং তারপর ফুটবল প্রতিযোগিতা এই প্রতিযোগিতা আটটি স্কুলের প্রায় ৩০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে সকলকে পুরস্কার তুলে দেওয়া হয় পুরস্কার তুলে দেন টাটা পাওয়ার শিল্প সংস্থার বিভিন্ন আধিকারিক বৃন্দ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন টাটা পাওয়ারের এইচআর ঝন্টু দেবনাথ এবং এডুকেশন এন্ড ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার মোহন হালদার।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://www.youtube.com/live/IBMMGfR334Y?si=o1ZgzoU4NzJuaGB7
সূত্রে জানা যায়, মহিলাদের কর্মসংস্থান ও স্বনির্ভর করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করছেন ALIG Educational and welfare Society .TATA Power এর CSR Patner হিসাবে বিগত ২০২৩-২৪ সাল থেকে women empowerment এর কাজ করে চলেছে ইতিমধ্যে ২১০ জন মহিলাকে ট্রেলারিং ট্রেনিং এর মাধ্যমে প্রশিক্ষিত করা হয়েছে এবং সেখানে একটি প্রোডাকশন ইউনিট খোলা হয়েছে যার মাধ্যমে টেলারিংয়ে প্রশিক্ষিত মেয়েরা মহিলাদের বিভিন্ন রকম পোশাক তৈরি করেন এবং তা বিক্রি করে লভ্যাংশ তাদের মধ্যে ভাগ করে নেন। তাছাড়া ALIG সোসাইটি নির্দিষ্ট কিছু স্কুলে এডুকেশন এবং স্পোর্টস নিয়ে কাজ করে থাকে। এডুকেশন বিভাগে স্কুলের বাচ্চাদের বিজ্ঞান সচেতনতা বাড়ানো এবং খেলাধুলার মান উন্নয়ন করায় মূল লক্ষ্য।
এই প্রথম টাটা পাওয়ার ও ALIG সোসাইটির যৌথ উদ্যোগে দোরো রাজারামপুর প্রাইমারি স্কুলের মাঠে অ্যানুয়াল স্পোর্টস উৎসব পালন করা হয় । কর্মসূচিতে চারটি প্রাইমারি স্কুল এবং চারটি হাই স্কুল অংশগ্রহণ করেন।
No comments