এরপর কুম্ভ মেলা কোথায় কবে এবার প্রয়াগরাজে মহা কুম্ভ তো শেষ হল। পরবর্তী কুম্ভ মেলা কোথায় কবে? ১২ বছর অন্তর কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় ২০৩৩ সালে হরিদ্বারে কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে। মেলা ১৪ই এপ্রিল থেকে শুরু হবে ২৫শে মে পর্যন্ত চলবে।…
এরপর কুম্ভ মেলা কোথায় কবে এবার প্রয়াগরাজে মহা কুম্ভ তো শেষ হল। পরবর্তী কুম্ভ মেলা কোথায় কবে?
১২ বছর অন্তর কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় ২০৩৩ সালে হরিদ্বারে কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে। মেলা ১৪ই এপ্রিল থেকে শুরু হবে ২৫শে মে পর্যন্ত চলবে।
গত ১৩ই জানুয়ারি থেকে প্রাগরাজে শুরু হয়েছিল কুম্ভ মেলা চলবে আগামী ২৬ শে ফেব্রুয়ারি পর্যন্ত আপনি কি এখনো যেতে পারেননি মহাকুম্ভে, তাহলে জেনে নিন পরের কুম্ভ মেলা ঠিক কবে এবং কোথায় হবে। পৃথিবীর ইতিহাসে অন্যতম বড় মেলা ১৪৪ বছর পর মহা কুম্ভ মেলা হচ্ছে প্রয়াগ রাজ্যে।
মেলা সূত্রে জানাজায় মহাকুম্ভ মেলাকে ঘিরে প্রায় চার হাজার হেক্টর এলাকা জুড়ে গড়ে উঠে বিশাল কুম্ভ নগরী। ১২ কিমি জুড়ে তৈরি হয় স্ননের ঘাট। ১.৫ কিমি এলাকা জুড়ে নির্মিত হয় শৌচালয়। এবারের এই কুম্ভ মেলায় প্রায় ৬৭ হাজার স্ট্রিট লাইটে আলোকিত হয় কুম্ভনগরী। পুণ্যস্নানে অংশগ্রহণ করেছেন প্রায় ৬৬ কোটি পূর্ণ্যার্থী।
ইতিহাসের পাতা থেকে জানা যায় শেষবার ১৮৮১ সালে মহা কুম্ভ হয়েছিল। পূর্ণ কুম্ভ মেলা ১২ বছরে একবার এবং তিন বছরে একবার হয় কুম্ভ মেলা, ৬ বছর পর পর হয় অর্ধ কুম্ভ মেলা। শাস্ত্রমতে মহাকুম্ভের প্রাধান্য বেশি আর যেহেতু ১৪৪ বছরে ১ বার হয় তাই একজন মানুষ তার জীবন দশায় একবারই এই মেলা দেখার সুযোগ পান তাই মহাকুম্ভ নিয়ে এত উৎসাহ উদ্দীপনা থাকে প্রত্যেকের মধ্যেই। হরিদ্দার, নাসিক, উজ্জয়িনী ও প্রয়াগ রাজ্যে ঘুরিয়ে ফিরিয়ে হয় কুম্ভ। গ্রহের অবস্থানের উপর নির্ভর করে জায়গা বাছাই।। ২০২৭ সালে মহারাষ্ট্রে নাসিকে অনুষ্ঠিত হবে কুম্ভ। ১৭ই আগস্ট মঙ্গলবার শ্রাবণ মাসের শেষ দিন অর্থাৎ শ্রাবণ পূর্ণিমা থেকে শুরু হবে মেলা চলবে এক মাস। পরবর্তী কুম্ভ মেলা ২০২৮ সালে মধ্যপ্রদেশের উজ্জয়নীতি অনুষ্ঠিত হবে। শুরু হবে ৯ এপ্রিল থেকে। ১২ বছরে অন্তর কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। ২০৩৩ সালে হরিদ্বারে কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে। মেলা ১৪ই এপ্রিল থেকে শুরু হবে ১৫ই মে পর্যন্ত চলবে।
No comments