Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সিনহা পরিবারের মানসিক পারিবারিক পুজো

সিনহা পরিবারের মানসিক পারিবারিক পুজো
হলদিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড শোলাট গ্রামে সিনহা পরিবারের পারিবারিক মানসিক পুজো অনুষ্ঠিত হয়। এই পুজোয় কালীঘাটের কালীমা এবং দেব সেনাপতি কার্তিক মা ষষ্ঠী এবং সত্য নারায়ণের পূজার্চনা। পরিবার…

 


সিনহা পরিবারের মানসিক পারিবারিক পুজো


হলদিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড শোলাট গ্রামে সিনহা পরিবারের পারিবারিক মানসিক পুজো অনুষ্ঠিত হয়। এই পুজোয় কালীঘাটের কালীমা এবং দেব সেনাপতি কার্তিক মা ষষ্ঠী এবং সত্য নারায়ণের পূজার্চনা। পরিবারের বয়োজ্যেষ্ঠ বিশ্বনাথ সিনহা, বিভাষ সিনহা এবং প্রয়াত কাশী সিনহার পরিবারের সকল সদস্যরা একত্রিত হয়ে মানসিক পুজোয়  ব্রতী হলেন । ১০ ই ফেব্রুয়ারি সোমবার সিনহা পরিবারের সকল সদস্যরা তাদের মানসিক পুজোয় ব্রতী হয়েছিলেন । সারা রাস্তা জুড়ে আলোর রোশনায় ভরে উঠেছিল এবং গ্রামবাসী পল্লীবাসী এবং শুভানুধ্যায়ী বহু মানুষকে আপ্যায়ন করার জন্য আমন্ত্রিত করেছিলেন। পরিবারের অন্যতম সদস্য বিশ্বনাথ সিনহা বলেন আমার প্রয়াত ভাই কাশী সিনহা তার ছেলে এবং বৌমার একটি কন্যা সন্তান হয়েছে। আমাদের গ্রামের দুর্গোৎসব মহিলা কমিটি কার্তিক ঠাকুর বাড়িতে দিয়েছিলেন কিন্তু কার্তিক মাসে সংক্রান্তি সময় বিশেষ অসুবিধা জন্যই কার্তিক পূজা করা সম্ভব হয়নি। আমাদের পরিবারের কালীঘাটে মায়ের মানসিক ছিল এছাড়া মা ষষ্ঠী দেব সেনাপতি কার্তিক এবং সত্যনারায়ণের মানসিক ছিল।  তাই একত্রিত পুজো একসঙ্গেই আমরা পরিবারের সকলে মিলে উদযাপন করছি। পুজোর ব্রতী ছিলেন প্রয়াত কাশী সিনহার স্ত্রী পুত্র পুত্রবধূ। পরিবারের অন্যতম বিশ্বনাথ সিনহা, ছোট ভাই বিভাস সিনহা বলেন আমাদের পরিবারের সকলের মঙ্গল কামনায় আমরা এই সকল পুজোয়  ব্রতি হয়েছি।


No comments