Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আইনজীবীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

আইনজীবীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগহলদিয়া আদালতের এক আইনজীবীর বিরুদ্ধে চেক জাল, প্রতারণা, মারধর, যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই আইনজীবীর বিরুদ্ধে সুতাহাটা থানায় অভিযোগ দায়ের করেছেন এক ব্যবসায়ী। অভিযোগকারী ব্যবসায়ী…

 




আইনজীবীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

হলদিয়া আদালতের এক আইনজীবীর বিরুদ্ধে চেক জাল, প্রতারণা, মারধর, যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই আইনজীবীর বিরুদ্ধে সুতাহাটা থানায় অভিযোগ দায়ের করেছেন এক ব্যবসায়ী। অভিযোগকারী ব্যবসায়ীর দাবি, জমি কিনতে গিয়ে আইনজীবীর খপ্পরে পড়ে এভাবে প্রতারিত হতে হবে ভাবতে পারিনি। তবে ওই আইনজীবীর দাবি, ভিত্তিহীন অভিযোগ করেছেন ব্যবসায়ী। পুলিস জানিয়েছে, ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে।

পুলিস সূত্রে জানা গিয়েছে, সুতাহাটা বাজারের ব্যবসায়ী রবীন্দ্রনাথ বেরা হলদিয়া আদালতের আইনজীবী দিলীপ পতির বিরুদ্ধে চেক জাল করা সহ প্রতারণার অভিযোগ করেছেন। রবীনবাবুর সুতাহাটা বাজারে একটি কাঁচের দোকান রয়েছে। দোকান সংলগ্ন একটি জমি কেনার ইচ্ছে প্রকাশ করে রবীনবাবু। জমির মালিক তরুণ মাইতির সঙ্গে এনিয়ে কথা বলেন তিনি। জমির দাম নির্ধারণ করা হয় ৩ লক্ষ ৫০ হাজার টাক। আইনজীবী দিলীপ পতি জমি কেনার জন্য দলিল এবং রেজিস্ট্রি করার বিষয়ে সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দেন। রবীন্দ্রনাথ মান্নার দাবি, তিনি ৭০ হাজার টাকা করে ৫ টি চেক জমির মালিক তরুণ মাইতিকে দেওয়ার দিলীপ পতিকে দেন। আইনজীবী দিলীপ পতি চেকের নাম লেখার জায়গায় কোন নাম উল্লেখ করতে বারণ করেন। কথামতো ৫টি চেক ওইভাবে রবীনবাবু দিলীপকে দেনে রবীনবাবুর অভিযোগ, দিলীপ ওই চেক জাল করে প্রতারণা করেছেন। হলদিয়া আদালতের এক আইনজীবীর নোটিস পাওয়ার পর বিষয়টি রবীনবাবুর নজরে আসে। একথা জানার পর দিলীপের কাছে খোঁজ করেন রবীনবাবু। অভিযোগ, এরপরই রবীনবাবুর দোকানে লোকজন নিয়ে চড়াও হয় দিলীপ। রবীনবাবু বলেন, চেক নিয়ে দিলীপ আমার সঙ্গে প্রতারণা করেছে এবং উল্টে আমাকে চেক বাউন্স হয়েছে বলে মিথ্যা মামলা করেছে। আমার স্ত্রী'কে শারীরিকভাবে নিগ্রহ করছে। দোষীর কড়া শাস্তির দাবি করছি। আইনজীবী এভাবে প্রতারণা করবে জীবনে ভাবতে পারিনি। আইনজীবী দিলীপ পতি সংবাদমাধ্যমকে বলেন, অভিযোগ ভিত্তিহীন। আদালত আমাকে জামিন দিয়েছে।

No comments