Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

২৮ তম বর্ষে বসন্ত উৎসব হলদিয়া হাজরা মোড় নটরাজ ডান্স অ্যান্ড কালচার একাডেমী

২৮ তম বর্ষে বসন্ত উৎসব হলদিয়া হাজরা মোড় নটরাজ ডান্স অ্যান্ড  কালচার একাডেমী 
২৮তম বর্ষে বসন্ত উৎসব হলদিয়া হাজরামোড় নটরাজ অ্যান্ড এন্ড কালচারাল অ্যাকাডেমীর " বসন্ত উৎসব মানেই হাজার হাজার বাঙালির ঠিকানা শান্তিনিকেতন । রং আর…

 



২৮ তম বর্ষে বসন্ত উৎসব হলদিয়া হাজরা মোড় নটরাজ ডান্স অ্যান্ড  কালচার একাডেমী 


২৮তম বর্ষে বসন্ত উৎসব হলদিয়া হাজরামোড় নটরাজ অ্যান্ড এন্ড কালচারাল অ্যাকাডেমীর " বসন্ত উৎসব মানেই হাজার হাজার বাঙালির ঠিকানা শান্তিনিকেতন । রং আর আবিরে যেন রাঙা হয়ে যায় রবীন্দ্রনাথের শান্তিনিকেতন। সকাল থেকেই যেন উৎসবের চেহারা। বেজে ওঠে সেই চেনা গান- " ওরে গৃহবাসী, খোল দ্বার খোল , লাগল যে দোল " অথবা একেবারে শেষ মুহূর্ত-" রাঙ্গিয়ে দিয়ে যাও যাও যাও গো "।

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/Qn_DnT6GWNA

 বৃন্দাবনে শ্রীকৃষ্ণ কখন রঙের খেলা চালু করেছিলেন, তা নিয়ে বিতর্কের শেষ নেই। কিন্তু শান্তিনিকেতনে বিশ্বকবি রবীন্দ্রনাথ যে বসন্তোৎসব চালু করেছিলেন, তা নিয়ে কোনো দ্বিমত নেই। ইং১৯২৫ সালে প্রথম পথ চলা শুরু হয় এই বসন্ত উৎসবের। শান্তিনিকেতনের আদলে পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া হাজরা মোড় নটরাজ ড্যান্স এন্ড কালচারাল   অ্যকাডেমীর " আবিরে মাখা ২৮ তম বর্ষে বসন্ত উৎসব -২০২৫ " নটরাজ প্রশিক্ষণ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। যার পথ চলা শুরু হয়েছিল ১৯৯৭ সাল "আগামী ইং ১২ মার্চ২০২৫, বুধবার বিকাল ৩টায় থাকছে নটরাজ ড্যান্স এন্ড কালচারাল   অ্যকাডেমীর প্রশিক্ষণ প্রাঙ্গনে একাডেমীর বাৎসরিক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান। ১৩ ই মার্চ "বসন্ত উৎসবের শুভ সূচনা" হলদিয়া বন্দর অনলাইন ডিজিটাল  জানালেন একাডেমীর অধ্যক্ষা শ্রীমতি ছন্দা জানা তিনি বলেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শ্রীমৎ স্বামী প্রার্থনানন্দ মহারাজ  অধ্যক্ষ ,রামকৃষ্ণ মঠ ও মিশন আশ্রম পশ্চিম মেদিনীপুর, সহ বিশিষ্ট ব্যক্তিগণ। উদ্বোধনী অনুষ্ঠানের দিন থাকছে সেতার বাদন, কল্থক নৃত্য, রবীন্দ্র সংগীত ও নজরুলগীতি নৃত্যালেখ্য, নৃত্যনাট্য  ", সৃজনশীল নৃত্য, সংগীত সন্ধ্যায় থাকছে জি বাংলা খ্যাত আধুনিক শিল্পী। দ্বিতীয় দিন ১৩ মার্চ বৃহস্পতিবার, বিকাল ৩ টা থেকে বিশিষ্ট অতিথিবর্গ সহ রিডিং ফিউশন গ্রুপ আপডেট টি সমবেত সংগীত মহিলা ক্যারাটে আত্মরক্ষা প্রদর্শনী কত্থক নিত্য আধুনিক নৃত্য নৃত্য , নৃত্যালেখ্য 'জলসাঘরে একাকী সম্রাট' ওয়েস্টার্ন ডান্স এবং সঙ্গে থাকছে জি বাংলা খ্যাত আধুনিক শিল্পী , প্যারেড ও ধামসা মাদলের সুরে একাডেমীর ছাত্র-ছাত্রীদের ও অভিভাবকবৃন্দের মিলিত "নাচে গানে সবটাই রঙিন পদযাত্রা"। পদযাত্রা হাজরামোড়  স্কুল প্রাঙ্গণ থেকে হলদিয়া দুর্গাচক পর্যন্ত যাবে ।  ফিরে আসবে প্রশিক্ষণ প্রাঙ্গনে। " হলদিয়া হাজরা মোড় নটরাজ ডান্স এন্ড কালচারাল অ্যকাডেমীর " অধ্যক্ষা শ্রীমতি ছন্দা জানা তিনি আরও বলেন দ্বিতীয়দিন ১৩ শে মার্চ রোড শোর পরে সন্ধ্যা ৭ টা থেকে থাকছে  স্কুলের ছাত্র-ছাত্রীদের দ্বারা বিভিন্ন ধরনের রঙিন নৃত্য ও গানের অনুষ্ঠান। আজকের সাংবাদিক উপস্থিত ছিলেন একাডেমীর প্রিন্সিপাল কর্ণধার ছন্দা জানা ছিলেন পুত্র প্রতীক জানা  গৃহকর্তা উৎপল জানার বড় পুত্রবধূ রেশমি জানা এবং আরেক পুত্রবধূ দেবাঙ্গনা  জানা। একাডেমির ছাত্র-ছাত্রীরা সকল সাংবাদিকদের আবিরের রঙে রাঙিয়ে দিলেন বসন্তের প্রথম ফাগুনের সোমবারের গোধূলির সন্ধ্যায়। উদ্বোধনী নৃত্য গানের মধ্য দিয়ে আজকের এই সাংবাদিক বৈঠক। একাডেমির পক্ষ থেকে সকল সাংবাদিক, এলাকার শুভানুধ্যায়ী, ছাত্র-ছাত্রী অভিভাবকদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানালেন। সাংবাদিক বৈঠকে বিভিন্ন সাংবাদিক বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন, হলদিয়া বন্দর পত্রিকার সম্পাদক দুর্গাপদ মিশ্র তিনি বলেন পলাশ গাছ হারিয়ে? শিল্প শহরে দূষণ বাড়ছে  অন্যান্য বৃক্ষ রোপনের সাথে সাথেই পলাশ গাছ লাগাতে হবে। উৎসবে সমস্ত অতিথিদের একটি করে যদি পলাশ গাছ তুলে দেওয়া যেত তাহলে শিল্প শহরে অন্যান্য গাছ লাগানোর সাথে সাথে পলাশের ফুলের রঙে ভরে  উঠতো এই শিল্পশহর হলদিয়া।

No comments